
মহানগরবার্তা ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। দিল্লির এই কৃষক আন্দোলন নিয়েই এবার আরো একবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
এদিন কৃষক আন্দোলনকে সম্পূর্ণ ভাবে রাজনৈতিক উস্কানিমূলক হিসেবে মন্তব্য করে কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায় সরব হন। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও বার্তায় তিনি জানান কৃষক আন্দোলনের আবহে গত কয়েকদিন ধরে কি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তিনি বলেন, “গত ১০-১২ দিন ধরে যেভাবে আমাকে অনলাইন হেনস্থার শিকার হতে হয়েছে, এমনকি আমাকে ধর্ষণ এবং খুনের হুমকিও দেওয়া হয়েছে, তাতে এই দেশের কাছে কিছু প্রশ্ন করার অধিকার জন্মেছে আমার।” এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কা চোপড়া এবং দিলজিৎ দোশাঞ্জের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাকে রোজ রোজ নিজের উদ্দেশ্য জানাতে হয়। একজন দেশভক্ত মানুষকে নিজের উদ্দেশ্য বারবার পরিষ্কার করে জানাতে হয়। কিন্তু দিলজিৎ দোশাঞ্জ বা প্রিয়াঙ্কা চোপড়া্য মতো মানুষকে এটা করতে হয় না। এটা কেমন ধরণের নীতি? আমি দেশের ভালোর জন্য কথা বললে বলা হয় আমি রাজনীতি করি, ওঁদেরকেও জিজ্ঞাসা করুন না ওরা কোন নীতি করছেন?”
https://twitter.com/KanganaTeam/status/1340190483117531136?s=19
ছোটবেলা থেকে পাঞ্জাবেই মানুষ হয়েছেন কঙ্গনা রানাওয়াত। এদিন তিনি জানান পাঞ্জাবের মানুষ কখনো দেশকে টুকরো করতে চান না। তাঁরা এক সাথে মিলেমিশে থাকতে চান। কিছু রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদেরকে এই আন্দোলনে প্ররোচিত করেছে। শাহিনবাগের মতো কৃষক আন্দোলনের সমস্ত হাওয়া বেরিয়ে গেছে, বলেন কঙ্গনা রানাওয়াত।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে কৃষি সংক্রান্ত কেন্দ্র সরকারের তিনটি বিল পাশ হয় পার্লামেন্টে। সরকারের তরফ থেকে এই আইনের মাধ্যমে কৃষকদের উন্নয়নের দাবি করা হলেও বিরোধী দল গুলি প্রথম থেকেই ছিল এই আইনের বিপক্ষে। তাঁদের দাবি এই আইন আদতে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ব্যক্তিদেরই সাহায্য করবে, কৃষকদের নয়। এই আইনের বিরুদ্ধেই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন রাজ্যের কৃষকরা।