৪০’এ পা কারিনা কাপুরের, স্বামী সাইফের সাথেই জন্মদিন কাটালেন সন্তানসম্ভবা অভিনেত্রী

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ সোমবার ৪০-এ পা দিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। জন্মদিন উদযাপনের শুরুটা করলেন নিজের পরিবারের মানুষজনদের সাথেই। সোশ্যাল মিডিয়ায় কারিনার জন্মদিনের চিত্র ধরা পড়তে দেখা যায় বোন কারিশমা কাপুর, মা ববিতা কাপুর এবং বাবা রণধীর কাপুরের সাথেই জন্মদিন সেলিব্রেশন করছেন করছেন কারিনা। অবশ্য সাথে ছিলেন স্বামী সাইফ আলি খান।
করিনার জন্মদিনের একটি ছবিতে দেখা যায় পেল্লাই সাইজের কেকের সামনে দাঁড়িয়ে মুচকি হাসছেন অভিনেত্রী। কেকে লেখা রয়েছে ‘ফ্যাবুলাস ৪০’। অর্থাৎ ৪০ পা অভিনেত্রীর।
এদিন করিনার পরনে ছিল হালকা সবুজ রঙের পোশাক। কোনো মেকআপ ছাড়াই বাড়িতে সেলিব্রেশনে লাস্যময়ী কারিনা। অন্য একটি ছবিতেও বেলুনের সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় কারিনাকে।
https://www.instagram.com/p/CFXn_yzFlCC/?igshid=1v3efzwq7yjja
জন্মদিনে করিনাকে শুভেচ্ছাবার্তা জানাতে দেখা যায় বলিউডের বহু তারকাকেই। কারিনার বন্ধুমহলের মালাইকা আরোরা থেকে শুরু করে সোফি চৌধুরী এছাড়াও দিয়া মির্জা, ক্যাটরিনা কাইফ প্রমুখ বহু তারকা ৪০-এ পদার্পনের শুভেচ্ছা জানান বেবোকে।