কেদারনাথে দীপোৎসব! ফুল মালায় সেজে উঠল বাবার মন্দির

মহানগর বার্তা ওয়েবডেস্ক: করোনা আবহেই দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। দশেরার রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে দিওয়ালির তোড়জোড়। করোনা ভাইরাসের পরিস্থিতির মোকাবিলার জন্য কিছু কিছু জায়গায় আতশবাজি নিষিদ্ধ করা হলেও তাতে দিওয়ালির উন্মাদনায় ভাঁটা পড়ে নি। দেশ জুড়ে সেই উন্মাদনার রেশ গিয়ে পৌঁছেছে সুদূর কেদারনাথেও।
শোনা যাচ্ছে, দিওয়ালি উপলক্ষ্যে জাঁকজমকের সাথে সেজে উঠেছে কেদারনাথ মন্দির। প্রায় হাজার হাজার টন ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। শুধু তাই নয়, ব্যবহৃত হয়েছে অজস্র মালাও।ফুল ও মালা দিয়ে সাজানোর পরে মন্দিরের সৌন্দর্য ও মহিমা যেন আরও বেড়ে গেছে, এমনটাই দাবি ভক্ত গণের।
কেদারনাথ মন্দিরে বর্তমানে ভক্ত ও দর্শনার্থীদের সংখ্যাও প্রচুর। দীপাবলী উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই বিপুল পরিমাণ ভক্ত সমাগম হচ্ছে কেদারনাথে। বলা বাহুল্য, বাবা কেদারকে দর্শনের আকুতি ভক্তদের মধ্যে স্পষ্ট। এরই মধ্যে কেদারনাথেও আয়োজন করা হয়েছে দীপোৎসব।
মন্দির সূত্রে জানা গেছে, দীপোৎসবের উৎসব চলবে দু-দিন ধরে। আজ অর্থাৎ ১৩ই নভেম্বরের পর আগামীকালও চলবে মহা উৎসব। দুদিন ব্যাপী এই উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে হিমালয়ের বুকে। তাছাড়া, আর কিছুদিনের মধ্যেই শীতকালীন মরশুমের নিয়ম অনুযায়ী কেদারনাথ মন্দির বন্ধ হয়ে যাবে। সেই কারণেও এ সময়টা কেদারে এত ভক্ত সমাগম হচ্ছে বলে জানা গেছে।
বস্তুত, মন্দির কতৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী ১৬ নভেম্বর দীপোৎসবের পরে, সকাল সাড়ে আটটায় পুজো হবে বাবা কেদারের।এরপরেই মন্দিরের দরজা আগামী ৬ মাসের জন্য বন্ধ থাকবে। এ জন্য ইতিমধ্যেই মন্দির প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রতি বছর অত্যধিক শীতের কারণে কেদারনাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে টানা ৬মাস।