কেকে’কে নিয়ে কলকাতায় দূর্গাপুজোর থিম, মণ্ডপে ফুটে উঠবে নজরুল মঞ্চে গায়কের শেষ অনুষ্ঠান

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ কেকের জীবনের শেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলার দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নিল উত্তর কলকাতার ক্লাব কবিরাজ বাগান সর্বজনীন। এবারের দূর্গাপুজোয় নজরুল মঞ্চের আদলে নিজেদের মণ্ডপ সাজাচ্ছেন তাঁরা। সেখানেই ফুটিয়ে তোলা হবে কেকের শেষ অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত। কেকের একাধিক মূর্তিও সেখানে রাখা হবে বলে জানা গেছে।
সিলিকন দিয়ে এই সমস্ত মূর্তি গড়বেন কুমোরটুলির এক শিল্পী মন্টি রায়। যেহেতু কেকের কলকাতা সফরের বিষয়টাকেই থিম বানানো হবে তাই শহরে আসার আগে কেকের তোলা সেলফি, নজরুল মঞ্চে গান, কফিনবন্দি প্রয়াত কেকে কে গান স্যালুটের মতো দৃশ্যগুলি ফুটিয়ে তোলা হবে মন্ডপে।
কলকাতা কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অমল চক্রবর্তীই প্রতিবার কবিরাজ বাগানের থিম নির্ধারণ করেন। এবারেও এই চমকপ্রদ ভাবনা তাঁরই মস্তিষ্ক প্রসূত। নজরুল মঞ্চে কেকের শেষ অনুষ্ঠান দেখতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কাজ পড়ে যাওয়ায় যেতে পারেননি তিনি। কেকে কে শেষবার চোখের সামনে দেখার সুযোগ হারিয়ে বিষন্ন হয়ে পড়েছিলেন তিনি। কেকের প্রতি শ্রদ্ধা জানাতে তাই এই উদ্যোগ নিচ্ছেন তিনি।
প্রসঙ্গত,গত ৩১ মার্চ গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে নজরুল মঞ্চে শেষ গান গেয়েছিলেন কেকে। অনুষ্ঠানের শেষ লগ্নে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অসুস্থতা চরমে পৌঁছায় হোটেলে গিয়ে। তারপর হাসপাতালের পথেই প্রয়াণ ঘটে তাঁর।