
মহানগরবার্তা ওয়েবডেস্ক: ৩দিন আগেই বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৬ মাস পূর্ণ হয়েছে। তবে অর্ধেক বছর পার হয়ে গেলেও সুশান্ত ভক্তদের মন থেকে তিনি কোনোভাবেই মুছে যান নি। বরং যত দিন গেছে, প্রিয় অভিনেতার প্রতি সুবিচারের দাবিতে আরো জোরালো হয়েছে তাঁদের কন্ঠস্বর। এদিন কলকাতার ঘটনা সে কথাই আরো একবার প্রমাণ করে দিল।
দেশের নানা প্রান্তে, এমনকি বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে আছেন সুশান্ত সিং রাজপুতের সমর্থকরা। মৃত অভিনেতার রহস্য মৃত্যুর কোনো সুরাহা এখনও করতে পারে নি তদন্তকারীরা। আর সেই কারণেই এদিন সুশান্তের নামে পুজো দেন তাঁর কলকাতার ভক্তরা। শুধু তাই নয়, এরপর তাঁরা গঙ্গার ধারে জড়ো হয়ে মৃত অভিনেতার স্মরণে প্রদীপও ভাসান জলে। এছাড়া এদিন সুশান্ত সিং রাজপুতের নামে বেশ কিছু গরীব মানুষকে খাবারও খাইয়েছেন তাঁর কলকাতার ভক্তরা,এমনটাই জানা গেছে সূত্রের খবর মারফত।
এদিন সুশান্ত সিং রাজপুতের কলকাতার ভক্তদের এই উদ্যোগ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে কলকাতার গঙ্গার ধারে প্রদীপ ভাসানো হচ্ছে সুশান্তের নামে। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ওই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন সুশান্ত সম্পর্কিত নতুন ট্যাগ, “#Humanity4SSR”.
🙏❤️🙏 #Humanity4SSR https://t.co/gtRjaQV48s
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) December 17, 2020
মূল ভিডিওটি যিনি শেয়ার করেছেন তিনি একজন আমেরিকার প্রবাসী বাঙালি এবং সুশান্ত ভক্ত। তিনি ভিডিওর সঙ্গে লিখেছেন, “আসুন কিছু ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনা যাক, কিছু আলো ছড়ানো যাক যা বড্ড দরকার।”
প্রসঙ্গত উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় গত ১৪ জুন। নিজের বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ। কিন্তু প্রিয় অভিনেতার মৃত্যুকে নিছক আত্মহত্যা বলে মেনে নিতে পারেন না তাঁর ভক্তরা। অভিনেতার মৃত্যুর প্রকৃত তদন্তের দাবিতে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। বিক্ষোভের চাপে পড়ে সিবিআই তদন্তের ভার নেয়। কিন্তু এখনও পর্যন্ত এই মামলার কোনোরকম সুরাহা হয় নি। তবে সময়ের সাথে সাথে যে ক্রমেই বাড়ছে ভক্তদের সমর্থন, তা এদিনের ঘটনা প্রমাণ করল আরো একবার।