সুশান্তের স্মৃতিতে কলকাতার দুঃস্থ শিশুদের সাহায্য, বছর শেষেও হাত বাড়ালেন ভক্তরা

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ চলতি মাসেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৬ মাস পূর্ণ হয়েছে। তবে অর্ধেক বছর পার হয়ে গেলেও সুশান্ত ভক্তদের মন থেকে তিনি কোনোভাবেই মুছে যান নি। বরং যত দিন গেছে, প্রিয় অভিনেতার প্রতি সুবিচারের দাবিতে আরো জোরালো হয়েছে তাঁদের কন্ঠস্বর। সুশান্তের মৃত্যু তদন্তের দাবিতে আন্দোলনের আঁচ গিয়ে লেগেছে সুদূর আমেরিকাতেও। তাঁর স্মৃতিতে নানা জায়গায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতেও দেখা গেছে তাঁর ভক্তকূলকে।
কলকাতায় অবস্থিত একটি শিশু সুরক্ষা বিষয়ক অলাভজনক সংস্থা হল ‘ক্যালকাটা কিডস্’ (Calcutta Kids)।কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুঃস্থ শিশুদের সাহায্য করাই এই সংস্থার প্রধান উদ্দেশ্য। এদিন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে এই সংস্থায় একটি বড়সড় ডোনেশন দিয়েছেন অভিনেতার জনৈক প্রবাসী ভক্ত সুমন মেহেরা।
জানা গেছে, সুমন মেহেরা নামের ওই সুশান্ত ভক্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এদিন ক্যালকাটা কিডসের তরফ থেকে সুমন মেহেরার এই নিঃস্বার্থ ডোনেশনের কথা জানিয়ে অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তিকে একটি চিঠি লেখা হয়। সেই চিঠির ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্বেতা সিং কীর্তি। সেই সঙ্গে ভাইয়ের প্রবাসী ভক্তের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।
https://twitter.com/shwetasinghkirt/status/1342707707334205440?s=20
শ্বেতা সিং কীর্তি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ক্যালকাটা কিডসের ওই চিঠি শেয়ার করে লেখেন, “এই সুন্দর উদ্যোগের জন্য সুমনকে অনেক ধন্যবাদ। ভগবান আপনার মঙ্গল করুন।”
ক্যালকাটা কিডসের তরফ থেকে ওই চিঠিতে জানানো হয়েছে, তাঁদের মূল লক্ষ্য কলকাতার ফুটপাতের দুঃস্থ সদ্যোজাত শিশুদের জীবনের প্রথম ১০০০ দিন সঠিক পরিমাণে খাদ্য ও পুষ্টির ব্যবস্থা করা। এর জন্য কলকাতার বিভিন্ন বস্তিতে সন্তানসম্ভবা মহিলাদের জন্যেও পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করছে ওই সংস্থা। জানা গেছে গত ২৪ ডিসেম্বর এই সংস্থায় ডোনেশন দিয়েছেন সুমন মেহেরা। বস্তুত মৃত্যুতেই যে সুশান্ত সিং রাজপুত ভক্তদের মন থেকে মুছে যাবেন, এই ঘটনায় আরো একবার তা ভুল প্রমাণিত হল।