অর্ণবের জামিন পাওয়া নিয়ে ব্যঙ্গ, মামলা দায়ের কুনাল কামরার বিরুদ্ধে

মহানগরবার্তা ওয়েবডেস্ক: জনপ্রিয় সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেফতারি এবং তৎপরবর্তী ঘটনাবলী নিয়ে জারি বিতর্ক। গতকালই সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়েছেন রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামী। এরই মধ্যে তাঁর জামিন নিয়ে বিদ্রূপ করে আইনের কোপে পড়তে হল আরেক জনপ্রিয় ব্যক্তিত্বকে।
জানা গেছেন অর্ণব গোস্বামীর জামিন নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনি জটিলতায় জড়িয়েছেন জনপ্রিয় কমেডিয়ান কুনাল কামরা।জানা গেছে, বুধবার রিপাবলিক টিভির অন্যতম প্রধান সঞ্চালক অর্ণব গোস্বামীর অন্তর্বর্তীকালীন জামিন সুপ্রিম কোর্ট মঞ্জুর করার পরই সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিদ্রূপাত্মক পোস্ট করেছিলেন তিনি। তার জেরেই কুনাল কামরার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, আইনের এক ছাত্র এবং আরো দুই আইনজীবী কমেডিয়ান কুনাল কামরার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার জন্য অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের সম্মতি চেয়েছেন। শুধু তাই নয়, বৃহস্পতিবার এ বিষয়ে তাঁরা অ্যাটর্নি জেনারেলের সম্মতি লাভও করেছেন বলে জানা গেছে। অর্থাৎ অর্ণব গোস্বামীকে নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে এবার কুনাল কামরা বেশ বড়সড় আইনি জটিলতায় জড়াতে চলেছেন বলেই মনে করা হচ্ছে।
এদিন অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল বলেন, “সকলের বোঝা উচিত, কেউ যদি অকারণে ও অভদ্র ভাবে সুপ্রিম কোর্টের সমালোচনা করে তাহলে তাকে শাস্তি পেতে হবে।” কুনাল কামরার ট্যুইট গুলি যে আদতে নিছক মজার পর্যায় অতিক্রম করে কুরুচির পরিচয় দিয়েছে, সে কথাও জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, “আজকাল মানুষ জোর গলায় অসভ্যের মতো সুপ্রিম কোর্ট ও তার বিচারপতিদের দোষারোপ করছে এবং তাকে নিজেদের বাক স্বাধীনতা মনে করছে।”
বস্তুত দুবছর আগে এক ব্যক্তি এবং তার মায়ের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কিছুদিন আগে রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। বুধবার সেই ঘটনায় অর্ণব গোস্বামীকে জামিনে মুক্তি দেয় সুপ্রিম কোর্ট। তা নিয়েই বিদ্রূপ করে ট্যুইটারে পোস্ট করেন কমেডিয়ান কুনাল কামরা। কুনাল কামরা এবং অর্ণব গোস্বামীর মধ্যে বিতর্ক নতুন নয়। এর আগেও অর্ণবের সংবাদ পরিবেশন নিয়ে বিদ্রূপাত্মক ভিডিও বানিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি।