স্বাধীনতার পর থেকে অন্ধকারেই, ৭৩ বছরে প্রথম বিদ্যুতের মুখ দেখল ভারতের এই গ্রাম!

মহানগরবার্তা ওয়েবডেস্ক: ৭৩ বছর আগে স্বাধীন হয়েছিল দেশ। কিন্তু স্বাধীন ভারতেরই এক ছোট্টো গ্রামে আলো পৌঁছলো ২০২০ সালে। বহু বছরের প্রতীক্ষার পর প্রথম বার বিদ্যুৎ পরিষেবা পেয়ে তাই কার্যত উৎসবে মেতেছেন ফোটোকসার গ্রামের বাসিন্দারা।
উত্তর ভারতের দুর্গম পার্বত্য অঞ্চলে লাদাখের অন্তর্গত একটা ছোট্ট গ্রাম ফোটোকসার। স্বাধীনতার পর থেকে আজ অবধি আশেপাশের গ্রাম, শহরকে শুধু আলোয় ভরে যেতেই দেখেছেন এই গ্রামের বাসিন্দারা। নিজেরা কখনো বৈদ্যুতিক আলোর মুখ দেখেননি। রবিবার বিদ্যুতের লাইন গ্রামে লাগানো হলে তাই গ্রামবাসীদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
পাওয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (PDD) সূত্রের খবরে জানা গেছে, রবিবার লাদাখ স্বনির্ভর পাহাড় বিকাশ কাউন্সিলের চেয়ারম্যান তাশি গ্যালসন ফোটোকসার গ্রামে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের লাইন লাগান। বিদ্যুৎ পরিষেবা পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসীদের এক জন জানিয়েছেন, “আমাদের গ্রামে অবশেষে বিদ্যুৎ আসায় আমরা সবাই খুব খুশি। এখন আমাদের বাচ্চারাও ভালো করে পড়াশোনা করে জীবনে সফল হতে পারবে।
তাশি গ্যালসনকথায় এ ব্যাপারে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।তাঁর কথায়, “এই প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এখানকার কাউন্সিলার হওয়ার মাত্র এক মাসের মধ্যে আমি এই বিদ্যুতের লাইন চালু করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।”
শুধু তাই নয়, খুব শিগগিরই এলাকার আরো ৫ টি গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন তাশি গ্যালসন। ইয়ুলচুং, নাইরাকস, স্কাইয়ুমপাটা, লিঙ্গশেড এবং ডিম্পলিং এই ৫ টি গ্রামে আলো পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি।