
মহানগরবার্তা ওয়েবডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে ভোট যুদ্ধের প্রস্তুতি। একদিকে যেমন গত লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে মসনদ দখলের লড়াইয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, অন্যদিকে তেমনই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এমতাবস্থায় নির্বাচনী প্রচারে এবার কোমর বেঁধে নামলেন লকেট চট্টোপাধ্যায়।
এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের সিঙ্গুর সফরের কিছু ছবি প্রকাশ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বস্তুত, গতকাল থেকেই সিঙ্গুরে দলীয় নানা কর্মসূচিতে যোগদান করেছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এবং এক সময়ের বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।
এদিন সিঙ্গুরের রাস্তায় নিজে স্কুটার চালিয়ে বিজেপির মিছিলকে নেতৃত্ব দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। নিজের ফেসবুক পেজে সেই ছবিই শেয়ার করেছেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “সিঙ্গুরের পথে পথে”।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল সিঙ্গুরের কৃষক পরিবারেপরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজন সেরেছিলেন লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কিছু বিজেপি নেতা কর্মীরা। সেই ছবিও ফেসবুক পেজে শেয়ার করেছিলেন তিনি। সেই সঙ্গে তিনি লিখেছিলেন, “সিঙ্গুরে কৃষকের পরিবারের আন্তরিকতায় সত্যি মন ছুঁয়ে যায়। ১০ বছরে কিছুই পায় নি, তবুও নিজের হাতে রান্না করে আমাদের সকলকে খাওয়াচ্ছে। এটাই বাংলার সংস্কৃতি। সিঙ্গুরবাসীর জন্য আগামী দিনে আমরা লড়ব।”
বস্তুত, একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের প্রতি শাসকদলের মূল অভিযোগ বহিরাগত ভিত্তিক। বাংলার সংস্কৃতির প্রতি বিজেপির শ্রদ্ধা নেই, অভিযোগ তেমনটাই। এদিন সিঙ্গুরের মানুষদের সঙ্গে খাওয়া দাওয়ার ছবির সঙ্গে সঙ্গে যেন সেই অভিযোগকে ধূলিসাৎ করেই বার্তা দিলেন লকেট চট্টোপাধ্যায়।