
মহানগরবার্তা ওয়েবডেস্ক: পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রী পদ থেকে ইস্তফা নিয়ে জারি তরজা। তমলুকের এই তৃণমূল নেতার অসন্তোষ নিয়ে বেশ অনেক দিন ধরেই জল্পনা চলছিল, গেরুয়া শিবিরে যোগদানের জল্পনাও তৈরি হয়েছিল। এবার তা নিয়েই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন লকেট চট্টোপাধ্যায়।
এদিন জেলার এক দলীয় সভায় যোগদান করেছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেখান থেকেই শাসকদলের আভ্যন্তরীণ বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তীব্র কটাক্ষ করেন তিনি। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিন বলেন, “শুভেন্দু অধিকারী, চেয়ারম্যান পদ ছেড়ে দিয়েছেন, সিকিউরিটি ছেড়ে দিয়েছেন, মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন, ভাঙন গুলো শুরু হয়ে গেছে।”
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তাঁর আরো বক্তব্য, “উনি বাঁকুড়ায় বলেছিলেন, তৃণমূল নাকি ত্যাগী। এতটাই ত্যাগী যে ওনার মন্ত্রীরা মন্ত্রীত্ব পদ ত্যাগ করে দিচ্ছেন। তৃণমূলে এত দুর্নীতি যে দলের লোকরাই বেরিয়ে এসে বলছেন, মমতা ব্যানার্জীর হাতে আর গাড়ির স্টিয়ারিং নেই। ভাইপোর হাতে চলে গেছে।”
লকেট চট্টোপাধ্যায়ের এহেন মন্তব্যকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে দিতে রাজি নয় শাসক শিবির। বিধানসভা নির্বাচনে হুগলির ৭টি আসনেই জয় লাভে আশাবাদী তৃণমূল।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছু দিন আগেই বাঁকুড়ার একটি সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাঁর দল ত্যাগী। শুধু তাই নয় সিপিএমকে লোভী এবং বিজেপিকে ভোগী বলেও উল্লেখ করেছিলেন তিনি। এদিন তাঁর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কটাক্ষ করেছেন লকেট চট্টোপাধ্যায়।