ফের হেনস্থার অভিযোগ মহেশ ভাটের বিরুদ্ধে! এবার পাল্টা দিলেন পরিচালক’ও

মহানগরবার্তা ওয়েবডেস্ক: নিজের বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদে এবার রুখে দাঁড়ালেন মহেশ ভাট। এ ব্যাপারে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন বলেও জানা গেছে। সূত্রের খবর, সম্প্রতি অভিনেত্রী লুভিয়েনা লোধ তাঁর বিরুদ্ধে যে হয়রানির অভিযোগ এনেছিলেন, তাঁর বিরুদ্ধেই মহেশ ভাট ব্যবস্থা নিতে চলেছেন।
জানা গেছে, কিছুদিন আগেই অভিনেত্রী লুভিয়েনা লোধ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেই ভিডিওতে তিনি বলিউডের জনপ্রিয় পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে নানবিধ হয়রানির অভিযোগ আনেন। তাঁর অভিযোগ অনুযায়ী শুধু তাঁকেই নয়, তাঁর পরিবারের লোকজনকেও হয়রানির স্বীকার হতে হয়েছে। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। জানা গেছে, এই অভিযোগের বিরুদ্ধেই পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন পরিচালক মহেশ ভাট।
মহেশ ভাট এবং তাঁর ভাই মুকেশ ভাটের যৌথ মালিকানাধীন প্রোডিউসিং কোম্পানি ‘বিশেষ ফিল্মস’ মহেশ ভাটের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ” লুভিয়েনা লোধের ভিডিও বার্তার সূত্রে, আমরা মহেশ ভাটের তরফ থেকে এই অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি। এই অভিযোগ শুধু মিথ্যা এবং অপমানসূচকই নয়, কড়া শাস্তির যোগ্য। আমাদের মক্কেল এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।”এই বিবৃতি ‘বিশেষ ফিল্মস’-এর অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রী লুভিয়েনা লোধ তাঁর অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে শুক্রবার একটি এক মিনিট আটচল্লিশ সেকেন্ডের ভিডিও বার্তা পোস্ট করেন। ভিডিওতে তিনি পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন। এছাড়াও তিনি ভিডিওতে জানান, তিনি ভাট পরিবারের সঙ্গে বৈবাহিক সূত্রে যুক্ত। মহেশ ভাটের ভাইপো সুবীর সাবারওয়াল এর সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু সুবীর ড্রাগ চক্রের সঙ্গে যুক্ত এমন কথা জানতে পেরে তিনি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। ভাইপোর অনৈতিক কাজ কর্মের কথা মহেশ ভাটের অজানা নয়, এমনটাই অভিযোগ করেন তিনি।