
মহানগর বার্তা ওয়েবডেস্ক: আজ দেশজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। গোটা দেশের সঙ্গেই এইরাজ্যেও মহা সমারোহে পালিত হছে রথ উৎসব। দীর্ঘ দুই বছরের মহামারির পরে কিছুটা ছন্দে ফেরার চেষ্টায় জনজীবন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ কলকাতার ইসকন মন্দিরে সামিল হন রথ উৎসবে। তাঁর সঙ্গে ছিলেন বসিরহাটের অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। মুখ্যমন্ত্রীর সঙ্গে নুসরতের ইসকন মন্দিরে রথ উৎসবে উপস্থিতি নিঃসন্দেহে সম্প্রীতির নজিরও বটে। মুখ্যমন্ত্রী এবং সাংসদের উপস্থিতি ঘিরে ইসকন মন্দির চত্বর ছিলো নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘেরা। প্রায় ঘন্টা দেড়েক মুখ্যমন্ত্রী এবং নুসরত ইসকন মন্দিরে ছিলেন। এখান থেকে তিনি বলেন “দুই বছরের অতিমারির কারণে আমরা পরস্পর মিলিতভাবে এই সুন্দর উৎসবটি পালন করতে পারিনি। এই উৎসবে সামিল হওয়া একটা হৃদয়স্পর্শী অনুভূতি। ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করছি।” মুখ্যমন্ত্রীর পাশেই ভিন্ন ধর্মাবলম্বী হয়েও এই উৎসবে সাংসদ অভিনেত্রী নুসরতের উপস্থিতি এই অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দেয়। বাংলার সম্প্রীতির পরিবেশের জন্য এই বার্তা খুবই গুরুত্বপূর্ণ।
ইসকন মন্দির থেকেই আজ মুখ্যমন্ত্রী আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও মন্তব্য করেন। তিনি জানান বিজেপি আগে দ্রৌপদী মুর্মুর নাম জানালে সম্মিলিতভাবে তাঁকেই নির্বাচিত করার বিষয়ে ভাবা যেত। কিন্তু এখন তিনি একা কিছু করতে পারবেন না, সতেরোটি বিরোধী দল মিলে যশবন্ত সিনহাকে প্রার্থী করার ঘোষণা করেছে, পরবর্তী অবস্থান নিয়ে সিদ্ধান্ত সতেরো দল সম্মিলিতভাবেই নেবে।


