
মহানগরবার্তা ওয়েবডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে চলেছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। একদিকে যেমন গত লোকসভা নির্বাচনের সাফল্যের পর মসনদ দখলে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, অন্যদিকে তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ও যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া, ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সেই ছবিও। এদিন অমিত শাহের রাজ্য সফরকে যে তীব্র কটাক্ষে বিঁধেছেন মুখ্যমন্ত্রী, তা থেকে আরো একবার স্পষ্ট হল সেই ছবিই।
সোমবার বাঁকুড়া জেলার খাতড়ায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বাঁকুড়া সফরেই স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর নিয়ে সমালোচনায় সরব হন তিনি। ওই সফর, আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ আদতে পুরোপুরি লোকদেখানো, এমনটাই দাবি করেন তিনি। তাঁর কথায়, “স্বরাষ্ট্রমন্ত্রী এখানে লোক দেখানোর জন্য এসেছিলেন৷ ফাইভ স্টার হোটেল থেকে খাবার রান্না করে এখানে আনা হয়েছিল৷ সেই খাবার আদিবাসীর ঘরে বসে খেয়েছেন৷”
এখানেই শেষ নয়, অমিত শাহের বাংলা সফরে আদিবাসী নেতা বিরসা মুন্ডার মূর্তিতে মালা দেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক বিষয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সেদিন বিরশা মুণ্ডার মূর্তিতে উনি মালা দিয়েছিলেন৷ পরে জানা গেল ওটা বিরশা মুণ্ডার মূর্তি নয়, অন্য একজন শিকারির মূর্তি৷ আমরা শিকারিকেও সম্মান জানাই। সেও আমার ভাই৷ যে অপমান করেছেন, তার বদলে আমরা ওখানে বিরশা মুণ্ডার মূর্তি স্থাপন করবো৷” এরপরই তিনি জানান, বিরসা মুন্ডার জন্মদিনে এরপর থেকে সরকারি ছুটি থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী বাঁকুড়ায় গেরুয়া শিবিরের রমরমা চোখে পড়ার মতো। নভেম্বরের প্রথম সপ্তাহেই বাঁকুড়া সফর সেরে ফিরে গেছেন বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এমতাবস্থায়, বিধানসভা নির্বাচনে যাতে লোকসভার মতো পরিস্থিতি না হয় সে বিষয়ে কার্যত মরিয়া ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রীর এদিনের আচরণে আরো একবার তা স্পষ্ট।