
মহানগরবার্তা ওয়েবডেস্ক: দুদিন আগেই রাজ্য সফরে এসেছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বাংলা থেকে ফিরে গিয়েই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন তিনি। রাজনৈতিক বিবাদকে দূরে সরিয়ে এবার তাঁর আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রী লেখেন, “বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার খবর পেলাম। ওনার সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করি। ওঁর এবং ওঁর পরিবারের সঙ্গে আমার আমার প্রার্থনা রইল।”
Heard about BJP National President Shri @JPNadda testing positive for COVID-19. Wishing him a speedy recovery and good health. My prayers are with him and his family during this time.
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2020
বস্তুত বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাংলা সফরকে কেন্দ্র করে কিছুদিন আগেই বেশ উত্তপ্ত হয়েছিল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। তাঁর কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।রাজ্যপালের কাছে এ বিষয়ে অভিযোগ পত্রও জমা দেওয়া হয় রাজ্য বিজেপির তরফ থেকে। তার রেশ কাটে নি এখনও। তাঁর মাঝেই গত বৃহস্পতিবার সফর সেরে বাড়ি ফিরেছেন তিনি। ফিরেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নিজের অসুস্থতার কথা। ট্যুইটারে তিনি লিখেছেন, “করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনার পরীক্ষা করাই। তার ফল পজিটিভ এসেছে। আমি স্বাস্থ্যবিধি মেনে আপাতত নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি।” এখানেই শেষ নয়, তিনি আরো বলেছেন, “আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।”
প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক বাদানুবাদে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার পরিস্থিতি। একদিকে যেমন লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে মসনদ দখলের লড়াইয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, অন্যদিকে তেমনই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এমতাবস্থায় বিজেপি সভাপতির জন্য মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।