
মহানগর বার্তা ওয়েবডেস্ক: অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্র সরকারকে বাক্য বাণে বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ রবিবার বর্ধমানের এক সভা থেকে এই ভাবেই তোপ দাগলেন তিনি। তাঁর দাবি, অগ্নিবীরদের অবসরের বয়স অন্তত ৬০ বছর করার দাবি জানালেন তিনি। যদিও এক বারও প্রকল্পের নাম নেননি।
ওই সভা থেকে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেন যে, এই বার রাজ্য সরকারের লক্ষ্য আরও বেশি কর্মসংস্থানের। তারপর ‘জব ফেয়ার’-এ ৩০ হাজার চাকরির ঘোষণা করে আক্রমণ শানান বিজেপিকে। মমতার কথায়, ‘‘ওরা বলছে, তুমি চার মাস ট্রেনিং নাও। চাকরির মেয়াদ মাত্র চার বছর। কিন্তু এই চার বছর দিয়ে সারাজীবন চলবে তো! ওই চাকরি ৬০ বছর, প্রয়োজনে ৬৫ বছর করতে হবে।’’

তিনি আরও বলেন, তাঁর সরকার যেমন শিক্ষক এবং অন্যান্য সরকারি কর্মচারীদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করেছে, তেমনটা হওয়া দরকার। তিনি মনে করছেন যে, ‘লোকসভা ভোটকে সামনে রেখে চার বছরের চাকরির প্রকল্প। আমরা বছরে বছরে লক্ষ লক্ষ চাকরি দিই ।আরও দেব।’ পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা দিয়ে বিরোধীদের হয়রানির অভিযোগও করেন মমতা। তিনি বলেন, ‘‘আমার দলের কেউ হলে, অন্যায় করলে চড় মারতে পারি। বিজেপির ক্ষমতা আছে উল্টো পাল্টা বকলে কাউকে শাস্তি দেওয়ার? আর ওদের বিরুদ্ধে কথা বললেই ইডি-সিবিআই। এ ভাবে দেশ চলে! এত ভয়ে ভয়ে কেন মানুষ থাকবে।’’

