শ্রাবন্তীকে ফোন করে কুপ্রস্তাব, ওপার বাংলা থেকে গ্রেফতার বাংলাদেশী যুবক

মহানগরবার্তা ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরে ফের খবরের শিরোনামে উঠে আসছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম। কারণটা তাঁর কোনো নতুন ছবি নয়, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েনের সেই খবরের মাঝেই এবার অভিনেত্রীর বিষয়ে উঠে এল আরো এক চাঞ্চল্যকর সংবাদ।
জানা গেছে, টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে মোবাইলে কুপ্রস্তাব দিয়ে পুলিশের জালে জজড়িয়েছেন বাংলাদেশের এক ব্যক্তি। মো. মাহাবুবর রহমান নামে ৩৩ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও জানা গেছে বাংলাদেশের পুলিশ সূত্রের খবরে।
মো. মাহাবুবর রহমান নামের অভিযুক্ত ওই ব্যক্তি বাংলাদেশের খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানাধিন বকশিপাড়া রোডের বাসিন্দা। বৃহস্পতিবার তাঁর রিমান্ড আবেদনের শুনানি ছিল। শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একদিন মঞ্জুর করেছেন বলে জানা গেছে।
কিছুদিন আগেই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজের ব্যক্তিগত মোবাইলে কুপ্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ আনেন ওই ব্যক্তির বিরুদ্ধে।তিনি বিষয়টিতে ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপের আবেদন জানান। সেই সূত্রেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে হেড কোয়াটার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশ গত ১৬ নভেম্বর সোমবার মামলা দায়ের করে।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত মোবাইল নম্বর জোগাড় করে একাধিকবার সেখানে ফোন করে। অপরিচিত নম্বরের ফোন না ধরায় অভিনেত্রীকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে মেসেজও পাঠায় ওই ব্যক্তি। প্রথম দিকে বিষয়টিকে পাত্তা না দিলেও অবশেষে সহ্যের সীমা ছাড়িয়ে যায় শ্রাবন্তীর। তিনি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে সাহায্যের আবেদন জানান। তারপরেই ব্যবস্থা নেওয়া হয় মো. মাহাবুবর রহমানের বিরুদ্ধে।