নিজের ছেলে মেয়েদের নিমেষে কুপিয়ে খুন করল বাবা, নৃশংসতায় শিউরে উঠল গোটা দেশ

মহানগরবার্তা ওয়েবডেস্ক: মানুষের রাগ যে তাঁকে আদতে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, তারই চরম নিদর্শনের সাক্ষী থাকল বিহার। রাগের বশে নিজের সন্তানদের নৃশংস ভাবে খুন করতেও হাত কাঁপল না এক ব্যক্তির। ঘটনার মর্মান্তিকতায় আরো একবার শিউরে উঠল গোটা দেশ।
ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলার বেলহা গ্রামে। ওই গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে নিজের সন্তানদের কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। কোনো রকমে এক মেয়েকে নিয়ে ব্যক্তির স্ত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছেন বলে জানা গেছে সূত্রের খবরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবরে জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম অদেস চৌধুরী। বয়স বছর চল্লিশের কাছাকাছি। মঙ্গলবার সকালে রোজকার মতোই বাজারে গেছিলেন অভিযুক্ত ব্যক্তি। বাজার থেকে ফিরে এসেই ছেলে মেয়েদের উপর চড়াও হন তিনি। ধারালো ছুরি দিয়ে একের পর এক কোপ দিতে শুরু করে। একে একে তিন ছেলে এবং এক মেয়েকে কুপিয়ে ফালা ফালা করেন তিনি। রক্তের স্রোতে ভেসে গেল গোটা বাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারায় চার ছেলে-মেয়ে অভিষেক কুমার (১৪), মুকেশ কুমার (১০), ভোলা কুমার (১২), জ্যোতি কুমার (১৮)।
ঠিক কী কারণে ছেলেমেয়েদের উপর এই রোষ? পুলিশ জানিয়েছে তার উত্তর এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে কোনোমতে প্রাণ বাঁচিয়ে পালাতে পেরেছিলেন অভিযুক্তের স্ত্রী রিতা দেবী এবং এক মেয়ে অঞ্জলি। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তাঁরা পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত ব্যক্তি মানসিক অবসাদগ্রস্ত। তবে রিতা দেবী এবং অঞ্জলির সঙ্গে কথা বলার পরেই বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা।