
মহানগরবার্তা ওয়েবডেস্ক: বিজেপি নেতা মনীষ শুক্ল হত্যা মামলায় এবার নয়া মোড় নিল তদন্ত। এই খুনের মূল চক্রীকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই দাবি রাজ্য গোয়েন্দা বিভাগ সিআইডির। এর আগে পাঞ্জাব থেকে একাধিক পেশাদার শ্যুটারকে মনীষ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। তার দেড় মাসের মাথায় তদন্তে ফের এল সাফল্যে।
টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের মূল চক্রী নাসির মণ্ডল। তাঁকেই এদিন গ্রেফতার করেছে সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে এই সাফল্য এসেছে বলে জানা গেছে পুলিশ সূত্রের খবরে। বস্তুত, বৃহস্পতিবার গভীর রাতে কল্যাণী হাইওয়ের ধারে তল্লাশি চালায় সিআইডির তদন্তকারী দল। সেখান থেকেই ধরা হয় নাসির মণ্ডলকে।
পুলিশ সূত্রের খবর, ধৃত নাসির মন্ডল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তির বাসিন্দা। সে টিটাগড়ের বিজেপি নেতা মনীষ শুক্ল খুনের মূল চক্রী বলে জানিয়েছে সিআইডি। শুক্রবার নাসিরকে আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় এই নিয়ে এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মাস কয়েক আগে উত্তর ২৪ পরগণার টিটাগড়ের বিজেপি নেতা মনীষ শুক্লকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়। এরপরই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানায় বিজেপি নেতৃত্ব। মনীষ শুক্ল বিজেপি নেতা অর্জুন সিং-এর বিশেষ ঘনিষ্ঠ ছিলেন।
এই ঘটনার তদন্ত চলাকালীন পাঞ্জাব থেকে বেশ কয়েকজন পেশাদার শার্প শ্যুটারকে গ্রেফতার করে সিআইডি। মনীষ শুক্লকে হত্যার জন্য তাঁদের ডাকা হয়েছিল বলে জানা গিয়েছিল সিআইডি সূত্রের খবরে। মূল চক্রী নাসির মন্ডলের গ্রেফতারে তদন্ত যে একধাপে অনেকটাই এগিয়ে গেল তা বলাই বাহুল্য।