
মহানগরবার্তা ওয়েবডেস্ক: একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক বাদানুবাদে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার পরিস্থিতি। একদিকে যেমন লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে মসনদ দখলের লড়াইয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, অন্যদিকে তেমনই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এমতাবস্থায় এবার রাজনীতি নয়, মানবিক আবেদনে সাড়া দিয়ে শিরোনামে উঠে এলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।
এক শারিরীক ভাবে অক্ষম প্রতিবন্ধী যুবকের পাশে দাঁড়িয়ে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। জানা গেছে, মিমি চক্রবর্তীর কাছে সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছিলেন ওই যুবক। আর তাতেই সাড়া দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
সূত্রের খবরে জানা গেছে, ওই প্রতিবন্ধী যুবকের নাম নন্দ জানা। এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি অভিনেত্রীর কাছে সাহায্যের আবেদন করেন। তিনি জানান তিনি কোনো টাকা চাইছেন না। তিনি লেখেন, “দিদি আমার প্রমাণ নিবেন. দিদি আমি একজন প্রতিবন্ধী. দিদি আমাকে একটি হেল্প করুন. দিদি আপনাদের কাছে আমি টাকা চাইছি না. দিদি আমার পা গুলো একটু দেখুন. দিদি আমাকে সাহায্য করুন প্লিজ।”এরপরই যুবকের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী।
Nischoi korbo.
Plzz Dm ur ph number https://t.co/qhTwnUoSIJ— Mimssi (@mimichakraborty) December 22, 2020
https://twitter.com/NandaJana13/status/1341030869952172032?s=20
যুবকের ওই ট্যুইটের উত্তরে মিমি জানান, “নিশ্চয় করব, প্লিজ তোমার নম্বরটি আমায় পাঠাও।” উত্তরে ওই যুবক নিজের নম্বর জানায়। মিমি চক্রবর্তীর এই মানবিকতার নিদর্শন ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে তাঁর ভক্ত মহলে। তবে ভোটের মুখে এই ঘটনার রাজনৈতিক তাৎপর্যকেও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।
প্রসঙ্গত উল্লেখ্য, মিমি চক্রবর্তীর মানবিকতার নজির এই প্রথম নয়। এর আগেও একাধিক বার অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে তৃণমূলের এই সাংসদ অভিনেত্রীকে। আমফান বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দরিদ্র ‘চা কাকু’, মিমি চক্রবর্তীর সাহায্য পেয়েছেন সকলেই। সেই ধারা বজায় রেখেই এবার ফের প্রতিবন্ধী যুবকের পাশে দাঁড়িয়ে নজির গড়লেন মিমি।