কতজন কৃষক আত্মহত্যা করেছে আপনার শাসনকালে? মোদীকে প্রশ্ন অভিষেকের

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একহাত নিলেন বিজেপি সরকারকে। তিনি টুইট করে কৃষক আত্মহত্যা নিয়ে প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদীর দিকে।
অভিষেক টুইট করে বলেন, ‘নরেন্দ্র মোদী জির শাসনকাল জাতিকে বিদ্রুপের দিকে ঠেলে দিচ্ছে। তাদের রাজত্বকালে কতজন কৃষক আত্মহত্যা করেছেন তার সংখ্যা রেকর্ড করতে ব্যর্থ হয়েছে এবং সংসদে প্রতিটি বিধি নিষ্ক্রিয় করার পর দাবি করছে কৃষকের স্বপক্ষে আইন নিয়ে আসার। আমরা চুপ থাকব না এবং লড়াই চালিয়ে যাব।’
.@narendramodi ji’s regime is making a mockery of our nation! They fail to record the no. of farmer suicides in their reign and then claim to implement Pro-Farmer laws, while thwarting every rule in Parliament.
We’ll not stay quiet & take this battle head-on! #WeStandForDemocracy— Abhishek Banerjee (@abhishekaitc) September 23, 2020
প্রসঙ্গত, রবিবার এই কৃষি বিল নিয়েই উত্তাল হয়ে ওঠে লোকসভা। কৃষি বিল পেশ করার সঙ্গে সঙ্গে বিরোধীরা প্রতিবাদ করতে শুরু করে দেন। উত্তাল হয়ে ওঠে সংসদ চত্ত্বর। এরই মাঝে ধ্বনি ভোটে পাশ হয়ে যায় এই বিল। এরপরই আটজন সাংসদকে একসপ্তাহের জন্য বরখাস্ত করে দেওয়া হয়। সোমবার রাতভর সংসদ চত্ত্বরে প্রতিবাদে বসেন ওই আট সাংসদ। তৃণমূলের পক্ষ থেকে অনবরত সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিরোধী প্রচার শুরু করা হয়। চুপ থাকেনি বিজেপিও। তারাও কৃষক বিরোধী মমতা বলে পাল্টা প্রচার চালিয়ে যাচ্ছে।