ফের সাফল্য ভারতের!করোনা মোকাবিলায় বিশ্বের সেরা প্রধানমন্ত্রীর স্বীকৃতি পেলেন নরেন্দ্র মোদী

মহানগরবার্তা ওয়েবডেস্ক: প্রায় বছর খানেক আগে চিনের উহান প্রদেশে প্রথম দেখা মিলেছিল করোনা ভাইরাসের। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্ব জুড়ে এই মারণ ভাইরাসের দাপট প্রাণ কেড়েছে বহু মানুষের। শুধু তাই নয়, মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দকেই এলোমেলো করে দিয়েছে করোনা ভাইরাস। এহেন পরিস্থিতি ভাইরাসের মোকবিলায় সাফল্যের মুকুট এল ভারতের প্রধানমন্ত্রীর মাথায়।
করোনা ভাইরাসের মোকাবিলায় যখন আমেরিকা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের তাবড় দেশগুলি হিমসিম খেয়েছে তখন ভারতের মতো উন্নয়নশীল দেশের পরিস্থিতি কতটা ভয়ানক শোচনীয় হবে, তা নিয়ে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু অভিশপ্ত ২০২০ পেরিয়ে ২১-এর দোরগোড়ায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যতটা ভাবা হয়েছিল ঠিক ততটা বিপর্যয় নামে নি এদেশে। বরং অতিমারী মোকাবিলায় লেটার মার্কস সহ পাশ করেছে ভারত। আর সেই সূত্রেই এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গেছে, বছরের শুরুতে প্রকাশিত হয়েছে করোনা আক্রান্ত দেশগুলির সাফল্য বা ব্যর্থতার তালিকা। আর তাতে গোটা বিশ্বে করোনা মোকাবিলায় শ্রেষ্ঠ রেটিং পেয়েছেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, এই তালিকায় প্রথম দশ জনের মধ্যে ৯ নম্বরে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ১০ নম্বরে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
প্রকাশিত ওই তালিকায় ভারতীয় প্রধানমন্ত্রীর প্রাপ্ত রেটিং ৭৫%। ভারতের পরেই রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এ. এম. এল ওব্রাডর। তাঁর প্রাপ্ত রেটিং ৬২%। ৯ নম্বরে ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত রেটিং ৪০% এবং ১০ নম্বরে বরিস জনসন পেয়েছেন ৩৮% রেটিং।
প্রধানমন্ত্রীর সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব। রাজ্যের বিজেপি নেতা বাবুল সুপ্রিয় এদিন সোশ্যাল মিডিয়ায় বিশ্বের নেতাদের এই রেটিং সহ তালিকা শেয়ার করেছেন। সেই সঙ্গে নিজের ফেসবুক পেজ থেকে তিনি লিখেছেন, “আমাদের ভালো মন্দ সময়ের মধ্যে দিয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। বিশ্বের দরবারে ভারতের মাথা উঁচু করার জন্যেই প্রতিশ্রুতিবদ্ধ তিনি।”
উল্লেখ্য, করোনা ভাইরাসের মারণ থাবায় এ পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা প্রায় দেড় লাখ। আক্রান্ত হয়েছেন আরো বেশি মানুষ। সেই সঙ্গে লকডাউন, বেকার সমস্যা, মূল্যবৃদ্ধি, পরিযায়ী শ্রমিক সমস্যা প্রভৃতিও করোনা পরিস্থিতিতে ভারতের সাফল্যকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে। কিন্তু করোনা আক্রান্ত বিশ্বের বাকি দেশ গুলির দিকে যখন আমরা চোখ রাখি, তখন ভারতের পরিস্থিতি তুলনামূলক ভালো বলেই মনে হয়।