
মহানগরবার্তা ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। কৃষি আন্দোলনের এই উত্তপ্ত আবহেই বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার গুজরাটের কুচ থেকে কৃষক আন্দোলন নিয়ে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে। কৃষকদের কাঁধে বন্দুক রেখে তাঁরা গুলি চালাচ্ছে।” তিনি আরো বলেন, “বিরোধীরাও এই কৃষি আইনের সংস্কার চেয়েছিল, কিন্তু নিজেরা যখন ক্ষমতায় ছিল তখন করে দেখাতে পারে নি। এখন যখন আমরা এটা করেছি, ওরা কৃষকদের ভুল পথে চালিত করছে।”
এদিন গুজরাটের কুচে এক সভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি গত কয়েক বছরে গুজরাট তথা কুচের উন্নয়নের তালিকা দেন। তিনি বলেন, “সরকারি উদ্যোগে গুজরাটের ব্যবসা বাণিজ্য, কৃষিতে প্রভূত উন্নতি হয়েছে।” দিল্লির কৃষক আন্দোলন নিয়ে তিনি বলেন, “দিল্লিতে কৃষকদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।ওঁরা ভয় পাচ্ছেন যে নতুন আইনের মাধ্যমে ওঁরা নিজেদের জমি হারিয়ে ফেলবেন।”
প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লির কৃষক আন্দোলন আজ ২০ দিনে পড়ল। চলতি বছরের সেপ্টেম্বরে কৃষি সংক্রান্ত কেন্দ্র সরকারের তিনটি বিল পাশ হয় পার্লামেন্টে। সরকারের তরফ থেকে এই আইনের মাধ্যমে কৃষকদের উন্নয়নের দাবি করা হলেও বিরোধী দল গুলি প্রথম থেকেই ছিল এই আইনের বিপক্ষে। তাঁদের দাবি এই আইন আদতে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ব্যক্তিদেরই সাহায্য করবে, কৃষকদের নয়। এই আইনের বিরুদ্ধেই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন রাজ্যের কৃষকরা। সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসলেও মেলে নি সমাধান সূত্র।