“৬ বছরে ভারতের কাজে চমকে গেছে বিশ্ব”, কৃষক বিক্ষোভের মাঝে উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

মহানগরবার্তা ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। কৃষক আন্দোলন আজ ১৭ দিনে পড়েছে। কিন্তু দেশ জুড়ে সেই কৃষক বিক্ষোভের মাঝেই এবার দেশের উন্নতির কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফিকির (ficci) বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই তিনি জানান তাঁর সরকারের আমলে কি কি উন্নতি হয়েছে দেশের। দেশের মানুষকে সস্তায় মোবাইল ফোন আর ডেটা দিয়ে তাঁদের মুখে হাসি ফুটিয়েছে তাঁর সরকার, এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ব্যাঙ্ক ছিল না তাদেরকে ব্যাঙ্কের সঙ্গে জুড়েছেন বলেও জানিয়েছেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী বলেন, “আমরা অব্যাঙ্কগুলোকে, ব্যাঙ্কের সঙ্গে জুড়েছি। সস্তার ফোন আর মোবাইল ডেটা দিয়ে গরিবদের একসূত্রে জুড়েছি। এছাড়া জনধন, আধার আর মোবাইল, একসঙ্গে দেশ পেয়েছে। সবচেয়ে বড় সরাসরি নগদ হস্তান্তর, গোটা দেশজুড়ে কাজ করছে।” আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে ভারতের ভুরি ভুরি প্রশংসা করা হয়, এদিন সেকথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনাকালে দেশের পরিস্থিতিতে তাঁর সরকারের সাফল্যকেও এদিন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “একটা দেশ এত বড় মহামারীর মধ্যে যত বেশি নাগরিককে বাঁচাতে পারে, সেই দেশ তত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারে।” গত ৬ বছরে বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি গোটা বিশ্বকে চমকে দিয়েছে, এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে কৃষি সংক্রান্ত কেন্দ্র সরকারের তিনটি বিল পাশ হয় পার্লামেন্টে। প্রথম থেকেই এই আইনের বিরুদ্ধে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। চুপ ছিলেন না বিরোধীরাও। এই আইনের বিরুদ্ধেই গত কয়েক দিন ধরে আন্দোলনে সামিল হয়েছেন দেশের কৃষকরা, যা নিয়ে দেশের পরিস্থিতি উত্তাল।