মৃণাল সেনকে নিয়ে ওয়েব সিরিজ, সুখবর দিলেন পরিচালক সৃজিত মুখার্জি

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ একদিকে যেখানে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ র নেপথ্য কাহিনী নিয়ে তৈরি ‘অপরাজিত’- র হল না পাওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা, ঠিক তার মধ্যেই আরেক কিংবদন্তি বাঙালি পরিচালক মৃণাল সেনকে নিয়ে ওয়েব সিরিজ তৈরি করার কথা ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখার্জি।
আজ পরিচালক তাঁর সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে ঘোষণাটি করেন। অপরাজিত মুক্তির ঠিক পরের দিনই এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দর্শক মহলে। সৃজিত মুখার্জি জানান অনেক দিন আগে থেকেই সিরিজটির কাজ চলছে। তবে মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীর দিন সিরিজ মুক্তির ঘোষণাটি তিনি করেন। ছবিতে কারা কারা অভিনয় করছেন বা কবেই বা মুক্তি পাচ্ছে সিরিজটি সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সিরিজটির নামকরণ করা হয়েছে মৃণাল সেনের কালজয়ী সিনেমা ‘পদাতিক” এর নাম অনুযায়ী। ওয়েব পর্দায় এটিই প্রথম কাজ হতে চলেছে সৃজিত মুখার্জীর।