‘সুশান্তকে খুন করা হয়নি, ভুয়ো খবর ছড়ানো হয়েছে’, দাবি মুম্বাই পুলিশ কমিশনারের


মহানগর বার্তা ওয়েবডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার মুখ খুলল মুম্বাই পুলিশ। এদিন মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিং এই ঘটনাকে কেন্দ্র করে মুম্বাই পুলিশ প্রশাসনের উপর ওঠা মিথ্যা অভিযোগের বিরোধিতা করেন। পাশাপাশি তাঁদের দুর্নাম করার উদ্দেশ্যে মিথ্যা খবর ছড়ানোর জন্য মিডিয়াকেও এক হাত নিয়েছেন তিনি।
মুম্বাই পুলিশ কমিশনার পরম বীর সিং এদিন বলেছেন, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁদের বিরুদ্ধে যে মিথ্যা খবর ছড়িয়ে পড়েছিল,তা সত্যিই দুর্ভাগ্যজনক। “কিছুদিন আগে হঠাৎ সোশ্যাল মিডিয়া জুড়ে একটা মিথ্যা খবর ছড়িয়েছিল যে মুম্বাই পুলিশ নাকি একটা খুনের ঘটনা গোপন করতে চাইছে। মিডিয়ার একাংশও এই ভুয়ো খবর ছড়ানোর কাজে যুক্ত ছিল। কিন্তু এই ঘটনা নিয়ে কোনো সময়েই খুনের কোনো অভিযোগ ওঠে নি”, বলেন তিনি।
শুধু মাত্র এখানেই থেমে থাকেননি পুলিশ কমিশনার পরম বীর সিং। তিনি আরো বলেছেন, এই কাজ ছিল উদ্দেশ্যপ্রণোদিত।তাঁদের বিরুদ্ধে একটি চক্রান্ত করে এ কাজ করা হয়েছিল। “আমাদের সাইবার ল্যাব ইতিমধ্যেই ফেসবুক, ট্যুইটার ও ইন্সটাগ্রামে এমন কিছু ভুয়ো অ্যাকাউন্ট খুঁজে বের করেছে। আমরা এর শেষ দেখে ছাড়ব”, জানান তিনি।আগামী ৮ই অক্টোবর এই মামলা মুম্বাই হাইকোর্টে উঠবে। সেখানে ন্যায় বিচার হবে, এমনটাই আশা প্রকাশ করেছেন পরম বীর সিং।
প্রসঙ্গত উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা ইতিমধ্যেই সিবিআই এর হস্তগত হয়েছে। একাধিক রিপোর্টে জানা গেছে, অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যাই করেছেন।তাঁকে খুন করার কোনো প্রমাণ মেলে নি। তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনা সামনে আসতেই রহস্য নিয়ে শুরু হয়েছিল জল্পনা। সত্যিই কি আত্মহত্যা করেছেন সুশান্ত? নাকি এর পিছনে আছে বড় কোনো রহস্য?তা নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হয়েছিল। এমনকি মুম্বাই পুলিশের বিরুদ্ধে এই মামলার খুনের দিকটিকে আড়াল করার অভিযোগও উঠেছিল। সেই সমস্ত সমালোচনা ও মিথ্যা রটনার বিরুদ্ধেই এবার সরব হলেন পুলিশ কমিশনার পরম বীর সিং।

