“ঋণ শোধ”! অন্নদাতা কৃষকদের জন্য দিন রাত লঙ্গরখানা চালাচ্ছেন ২৫ জন মুসলিম

মহানগরবার্তা ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। সেই ধারা বজায় রেখেই কৃষকদের পাশে এবার এগিয়ে এলেন কিছু মুসলমান ব্যক্তি।
কেন্দ্রীয় আইন বিরোধী কৃষক আন্দোলন আজ ১২ দিনে পড়ল। দিল্লির কনকনে ঠান্ডাকে তোয়াক্কা না করেই শয়ে শয়ে কৃষক নিজেদের দাবি আদায়ের লড়াইয়ে অবস্থান করছেন রাজধানীর পথে। তাঁদের করুণ অবস্থাকে উপেক্ষা করতে পারেননি ২৫ জন মুসলিম ব্যক্তি। তাঁরা পাঞ্জাব থেকে কৃষকদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, দিন রাত এক করে ২৪ ঘন্টার লঙ্গরখানা চালাচ্ছেন তাঁরা। হরিয়ানার সিংঘু সীমান্তে তাঁদের এই লঙ্গরখানা থেকেই দু বেলা খাবার পাচ্ছেন কৃষকরা।
তাঁরা জানিয়েছেন কৃষকরাই দেশের অন্নদাতা।আজ তাঁদের কঠিন পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়ে দেশের অন্নদাতাদের ‘ঋণ শোধ’ করছেন তাঁরা।সূত্রের খবর অনুযায়ী, এই ২৫ জন হলেন মুসলিম ফেডারেশন অফ পাঞ্জাবের সদস্য। দলটির নেতৃত্বে রয়েছেন ফারুকি মুবিন।তিনি বলেছেন, “যতদিন প্রতিবাদ চলবে, এই লঙ্গর ২৪ ঘণ্টার জন্য রোজ খোলা থাকবে। কৃষকরা আমাদের জন্য এত কিছু করছেন। এবার আমাদের কর্তব্য তাঁদের ঋণ শোধ করা। আমাদের কর্তব্য কৃষকদের দেখভাল করা।”
প্রসঙ্গত উল্লেখ্য, আন্দোলনরত কৃষকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পরেও সরকার এখনও পর্যন্ত কোনো সমাধান সূত্র দিতে পারে নি। নিজেদের দাবিতে কার্যত অনড় কৃষকরা। আগামীকাল সেই মর্মে ভারত জুড়ে ধর্মঘটের আহ্বানও জানিয়েছেন তাঁরা। সেই ডাকে সাড়া দিয়েছেন বহু রাজনীতিক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষও।