নিষেধাজ্ঞা আর রইলো না, এবার ভারতেই কেটে খাওয়া যাবে কুকুরের মাংস

মহানগরবার্তা ওয়েবডেস্ক: কুকুরের মাংস খাওয়ার কথা শুনলে অনেকেরই হয় তো নাক কুচকে যেতে পারে,কিন্তু নাগাল্যান্ডের জনপ্রিয় খাবারগুলির মধ্যে অন্যতম হল কুকুরের মাংস। এই মাংস দিয়েই নানান রকম সুস্বাদু পদ তৈরি করা হয় উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যে। কয়েক মাস আগে প্রতিবাদের জেরে এই মাংস নিষিদ্ধ হলেও সম্প্রতি পুনরায় সরেছে সেই নিষেধাজ্ঞা।
এই সপ্তাহের শুরুর দিকে গুয়াহাটি হাইকোর্টের কোহিমা বেঞ্চ নাগাল্যান্ডে কুকুরের মাংস বিক্রির উপর সরকারি নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করেছে, সূত্রের খবরে জানা গেছে তেমনটাই। অর্থাৎ, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নাগাল্যান্ডে কুকুরের মাংস কেনা বেচায় এখন থেকে আর কোনোরকম বাধা রইল না। আদালতের নির্দেশে খুশি স্থানীয় খাদ্য রসিকরা।
বস্তুত, চলতি বছরের ২ জুলাই নাগাল্যান্ডের জনপ্রিয় কুকুরের মাংস আমদানি, বাণিজ্য এবং বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবির পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া বিতর্ক এবং অসন্তোষের ভিত্তিতেই জারি হয়েছিল এই নিষেধাজ্ঞা। কিন্তু সরকারি সেই নিষেধাজ্ঞাতে স্থগিতাদেশ দিয়েছে আদালত।
সূত্রের খবর, এর আগে সেপ্টেম্বর মাসেই উচ্চ আদালত নাগাল্যান্ড সরকারকে এ বিষয়ে একটি হলফনামা জারির সুযোগ দিয়েছিল কিন্তু সরকার সেই অনুযায়ী কাজ করেনি।করেনি।তার পরেই চলতি মাসে এই স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় নাগাল্যান্ডের একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল অশক্ত কুকুরদের বেধে ব্যাগের ভিতর পুরে নিয়ে যাওয়া হচ্ছে। বলা বাহুল্য এই ছবি মোটেই ভালো চোখে দেখেনি নেটিজেনরা।ছবির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কুকুর প্রেমীরাও।তার জেরেই কুকুরের মাংস নিষিদ্ধ করেছিল সরকার। এছাড়া, উত্তর পূর্বের মিজোরামও গত মার্চে কুকুরের মাংসে নিষেধাজ্ঞা জারি করেছিল।