ফ্রান্সের সন্ত্রাস হামলার প্রতিবাদে গর্জে উঠলেন নাসিরউদ্দিন, জাভেদ আখতাররা

মহানগর বার্তা ওয়েবডেস্ক: ফ্রান্সে ধর্মের নামে গণহত্যার প্রতিবাদে গর্জে উঠলেন ভারতের স্বনামধন্য ব্যক্তিবর্গ। এই নৃশংসতার বিরুদ্ধে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন নানা ক্ষেত্রের প্রায় একশোরও বেশি বিশিষ্ট ভারতীয় ব্যক্তি। তাঁদের মধ্যে আছেন নাসিরউদ্দিন শাহ, শাবানা আজমি, জাভেদ আখতার, তুষার গান্ধী এবং আরো অনেকে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা প্রত্যেকেই বিভিন্ন ক্ষেত্রে স্ব স্ব প্রতিভায় প্রতিষ্ঠিত। ফ্রান্সের হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, যে সমস্ত ইসলামীয় ধর্ম প্রতিষ্ঠান অথবা রাজনৈতিক নেতারা ফ্রান্সের ওই নৃশংস হত্যাকাণ্ডের সপক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করেছেন, তাঁদেরও কড়া সমালোচনায় বিদ্ধ করা হয়েছে ওই বিবৃতিতে।
জানা গেছে, ওই বিবৃতিতে মোট ১৩০জন স্বাক্ষর করেছেন। উপরিউক্ত ব্যক্তিরা ছাড়াও এঁদের মধ্যে আছেন, অভিনেত্রী স্বরা ভাস্কর, জিশান আয়ুব, পরিচালক ফেরোজ আব্বাস খান, ডিরেক্টর কবীর খান, স্ক্রিন রাইটার অঞ্জুম রাজাবলি, ডকুমেন্টারি ফিল্ম মেকার আনন্দ পটবর্ধন, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার জুলিও এফ রিবেরিও, শিল্পপতি আব্দুল আজিজ লোখন্ডওয়ালা, উকিল প্রশান্ত ভূষণ প্রমুখ।
বিবৃতি অনুযায়ী, এতে স্বাক্ষরকারীরা প্রত্যেকে নিঃশর্ত এবং দ্ব্যর্থহীন ভাবে ফ্রান্সের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন। এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, “ফ্রান্সের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় মুসলিমদের কিছু স্বঘোষিত অভিভাবকদের অদ্ভুত যুক্তিতে আমরা মর্মাহত।” এই ধরণের ঘটনা ঘটলেই তার সম্মলিত প্রতিবাদে সোচ্চার হওয়া আবশ্যক বলেও জানানো হয়েছে বিবৃতিতে। “অন্য ঘটনার সঙ্গে তুলনা করে যে কোনো অপরাধের সপক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা সম্পূর্ণ অযৌক্তিক এবং অসমর্থনযোগ্য”, বলেন তাঁরা।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতিপর পর দু বার সন্ত্রাসবাদী হামলার স্বীকার হয়েছে ফ্রান্স। প্যারিসে এক শিক্ষককে ইসলাম বিরোধী মন্তব্যের জেরে মাথা কেটে খুন করা হয়। তার কিছুদিন পরেই নিস শহরের নরম গীর্জায় ছুরি নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। নৃশংস এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বিশ্ব। ধর্মের নামে গণহত্যার প্রতিবাদে গর্জে উঠলেন ভারতের স্বনামধন্য ব্যক্তিবর্গ। এই নৃশংসতার বিরুদ্ধে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন নানা ক্ষেত্রের প্রায় একশোরও বেশি বিশিষ্ট ভারতীয় ব্যক্তি। তাঁদের মধ্যে আছেন নাসিরউদ্দিন শাহ, শাবানা আজমি, জাভেদ আখতার, তুষার গান্ধী এবং আরো অনেকে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা প্রত্যেকেই বিভিন্ন ক্ষেত্রে স্ব স্ব প্রতিভায় প্রতিষ্ঠিত। ফ্রান্সের হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, যে সমস্ত ইসলামীয় ধর্ম প্রতিষ্ঠান অথবা রাজনৈতিক নেতারা ফ্রান্সের ওই নৃশংস হত্যাকাণ্ডের সপক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করেছেন, তাঁদেরও কড়া সমালোচনায় বিদ্ধ করা হয়েছে ওই বিবৃতিতে।
জানা গেছে, ওই বিবৃতিতে মোট ১৩০জন স্বাক্ষর করেছেন। উপরিউক্ত ব্যক্তিরা ছাড়াও এঁদের মধ্যে আছেন, অভিনেত্রী স্বরা ভাস্কর, জিশান আয়ুব, পরিচালক ফেরোজ আব্বাস খান, ডিরেক্টর কবীর খান, স্ক্রিন রাইটার অঞ্জুম রাজাবলি, ডকুমেন্টারি ফিল্ম মেকার আনন্দ পটবর্ধন, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার জুলিও এফ রিবেরিও, শিল্পপতি আব্দুল আজিজ লোখন্ডওয়ালা, উকিল প্রশান্ত ভূষণ প্রমুখ।
বিবৃতি অনুযায়ী, এতে স্বাক্ষরকারীরা প্রত্যেকে নিঃশর্ত এবং দ্ব্যর্থহীন ভাবে ফ্রান্সের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন। এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, “ফ্রান্সের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় মুসলিমদের কিছু স্বঘোষিত অভিভাবকদের অদ্ভুত যুক্তিতে আমরা মর্মাহত।” এই ধরণের ঘটনা ঘটলেই তার সম্মলিত প্রতিবাদে সোচ্চার হওয়া আবশ্যক বলেও জানানো হয়েছে বিবৃতিতে। “অন্য ঘটনার সঙ্গে তুলনা করে যে কোনো অপরাধের সপক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা সম্পূর্ণ অযৌক্তিক এবং অসমর্থনযোগ্য”, বলেন তাঁরা।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতিপর পর দু বার সন্ত্রাসবাদী হামলার স্বীকার হয়েছে ফ্রান্স। প্যারিসে এক শিক্ষককে ইসলাম বিরোধী মন্তব্যের জেরে মাথা কেটে খুন করা হয়। তার কিছুদিন পরেই নিস শহরের নরম গীর্জায় ছুরি নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। নৃশংস এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বিশ্ব।