
মহানগরবার্তা ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। কিন্তু এ বিষয়ে কারোর কারোর নীরবতা প্রশ্ন তুলেছে একাধিক।
বলিউডের তারকাদের মধ্যে কৃষক আন্দোলন নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ কৃষকদের সপক্ষে মুখ খুলেছেন, কেউ কেউ আবার মুখে এঁটেছেন কুলুপ। একইভাবে সালমান খানকেও কৃষক আন্দোলন নিয়ে কিছু বলতে দেখা যায় নি। ফলে বলিউডের বিরুদ্ধে সামগ্রিক ভাবে যে ক্ষোভ জমেছিল তা এদিন সালমান খানের বিরুদ্ধে উগরে দিলেন সোশ্যাল মিডিয়া জনগণ।
বড় পর্দায় শিখ সেজে দর্শকদের প্রশংসা কুড়িয়ে থাকেন সালমান খান, কিন্তু বাস্তবে শিখ চাষীদের জন্য তাঁর কোনো সমবেদনা নেই, এমনটাই অভিযোগ উঠল বলিউড ‘ভাইজানের’ বিরুদ্ধে। সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খানের আগামী ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর ফার্স্ট লুক। মহেশ মঞ্জরেকর পরিচালিত এই ছবিতে সালমান খানকে মাথায় পাগড়ি আর চোখে সানগ্লাস পড়ে শিখের ভূমিকায় দেখা যায়। আর তাতেই চটেছেন নেটিজেনরা।
ট্যুইটারে এদিন সালমানের বিরুদ্ধে উড়ে আসতে থাকে একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। কেউ বলেন, “সালমান খান, কৃষক আন্দোলন নিয়ে কিছু বলুন। শিখ পুলিশ সেজে সিনেমা করবেন না।” আবার কেউ সরাসরি বলেন, টাকা উপার্জনের জন্যেই শিখ সেজেছেন তিনি। যখন শিখদের পাশে দাঁড়ানোর প্রয়োজন তখন সব চুপ।
প্রসঙ্গত উল্লেখ্য, দেশ জুড়ে কৃষক বিক্ষোভের আবহেই দুদিন আগে লাঙল হাতে নিয়ে মাঠে কাজ করার ছবি পোস্ট করেছিলেন সালমান খান। কিন্তু কৃষকদের আন্দোলন সম্পর্কে কিছুই বলেননি। তাতেও নেট নাগরিকদের রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। প্রিয়াঙ্কা চোপড়া দিলজিৎ দোসাঞ্জের মতো বলিউড তারকারা যখন কৃষকদের সপক্ষে সরব হয়েছে তখন বলিউডের অন্যান্য তারকাদের নীরবতা নিঃসন্দেহে ক্ষোভ সৃষ্টি করেছে সাধারণ মানুষের মনে।