“আগামী কয়েকদিন আসল পরীক্ষা” করোনা মোকাবিলা করে শীঘ্রই ফেরার বার্তা ট্রাম্পের


মহানগরবার্তা ওয়েবডেস্ক:নিজের স্বাস্থ্য নিয়ে মুখ খুললেন কোভিড আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প। এদিন হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তা শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি আগের চেয়ে সুস্থ আছেন, খুব শিগগিরই আবার কাজে ফিরবেন বলে আশা করছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার সন্ধ্যাবেলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে দেশের এক সেনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। জানা গেছে, তাঁর এই রোগের জন্য জ্বর, কাশি ও অন্যান্য কিছু মৃদু উপসর্গ আছে।
— Donald J. Trump (@realDonaldTrump) October 3, 2020
আগামী ৩রা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের নির্বাচন। এর প্রাক্কালেই মারন ভাইরাসে সংক্রামিত হয়েছন ট্রাম্প। তাই যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে ফের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে মরিয়া তিনি। এদিন সেই বার্তাই দেন হাসপাতাল থেকে। পাশাপাশি, ডাক্তার এবং নার্সদের অক্লান্ত পরিশ্রমে যে তিনি কৃতজ্ঞ,সে কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট।একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, “আমি আগের চেয়ে সুস্থ বোধ করছি। ডাক্তাররা চিকিৎসা করছেন। হাসপাতালের সমস্ত নার্স এবং ডাক্তারদের কাজে তিনি অত্যন্ত খুশি। আমি যখন এখানে এসেছিলাম খুব অসুস্থ বোধ করছিলাম। কিন্তু এখন অনেক ভালো আছি। আগামী দুটো দিনই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।”
ট্রাম্প আরো বলেন, নিজের কাজ অসম্পূর্ণ রেখে এসেছেন তিনি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে সেই কাজ সম্পূর্ণ করতে হবে তাঁকে। “আশা করি খুব শিগগিরই আমি ফিরতে পারবো আর নির্বাচনী প্রচার সম্পূর্ণ করতে পারবো”, জানান তিনি। সেই সঙ্গে এই কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে থেকেছেন,তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এছাড়া, সবাই মিলে একজোট হয়ে করোনা ভাইরাসকে পরাজিত করার জন্য বিশ্বের সকল মানুষকে আহ্বানও করেছেন তিনি।
কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই বিশ্বজুড়ে ট্রাম্প অনুগামীদের মধ্যে দেখা গিয়েছিল উদ্বেগের ছায়া। সেই অনুগামীদের প্রতিই নির্বাচনের আগে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরার বার্তা দিলেন ট্রাম্প।

