নিস্তার নেই অর্ণবের, জামিন না পেলে জেলেই দীপাবলি কাটবে রিপাবলিকের এডিটরের


মহানগরবার্তা ওয়েবডেস্ক: প্রথমবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর ফের একবার জামিনের জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু আইনের হাত থেকে এখনই নিস্তার পাচ্ছেন না সাংবাদিক অর্ণব গোস্বামী।তাঁর দ্বিতীয় বারের জামিনের আবেদনের রায় সংরক্ষিত করে রাখল আদালত। ফলে এখনই জামিন হল না তাঁর। আগামী চার দিনের মাথায় এই রায় দেওয়ার চেষ্টা করা হবে বলে জানা গেছে আদালত সূত্রের খবরে।
গত শুক্রবার অন্তর্বর্তী জামিনের জন্য আদালতে আবেদন করেছিলেন জনপ্রিয় সাংবাদিক এবং রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামী। শনিবার সেই আবেদনের শুনানি ছিল। কিন্তু শুনানির শেষে আদালত রায় স্থগিত রেখেছে বলে জানা গেছে। এ বিষয়ে শুনানির শেষে শনিবার সন্ধ্যায় বিচারপতি এস এস শিন্ডে ও বিচারপতি এম এস কার্ণিকের ডিভিশন বেঞ্চ জানায়, ঘড়িতে ছটা বেজে যাওয়ার কারণে কোনো অর্ডার দেওয়া সম্ভব নয়। তাই এই অন্তর্বর্তী জামিনের আবেদনের রায় আপাতত সংরক্ষিত রাখা হচ্ছে।
এরপর আদালতের তরফে জানানো হয়, সামনেই দিওয়ালি। আগামী চার দিনের মধ্যেই এই রায় দেওয়ার চেষ্টা করা হবে। অবশ্য সেই সঙ্গে আদালতের তরফে এও জানানো হয় যে অর্ণব গোস্বামীর আইনজীবীরা চাইলে আলিবাগের দায়রা আদালতে আবেদন করতে পারেন। এর আগে মামলা চলাকালীন শুক্রবার আদালত অর্ণব গোস্বামীর আইনজীবীদের বক্তব্য শোনেন। তাঁরা বারবার অর্ণবের অন্তর্বর্তী জামিন চেয়ে আবেদন করতে থাকেন। বর্তমানে রায়গড়ের জেলা পরিষদের স্কুলে রাখা হয়েছে অর্ণব গোস্বামীকে। করোনা পরিস্থিতিতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের কোয়ারান্টাইনে রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ঠা নভেম্বর সকালে রিপাবলিক টিভির কর্ণধার এবং অন্যতম প্রধান সঞ্চালক অর্ণব গোস্বামীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। দুবছর আগে এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগেও একবার তাঁর জামিনের আবেদন আদালতে খারিজ হয়েছিল।

