
উড়িষ্যয় একজন বিদ্ধ টানা ৭৫ বছর ধরে তার গ্রাম এবং আশেপাশের বাচ্চাদের সম্পূর্ণ বিনামূল্যে পড়িয়ে চলছেন গ্রামেরই একটি পুরোনো গাছের তলায় বসে।
নন্দ প্রাস্তে নামে এই বৃদ্ধ শিক্ষক শুধুমাত্র যে বাচ্চাদের পড়ান এমনটা নয় , তিনি রাতে গ্রামের বড়দেরও পড়ান । প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হলে তিনি বাচ্চাদের স্কুলে যাওয়ার পরামর্শ দেন উচ্চতর শিক্ষার উদ্যেশ্যে । বিগত ৭৫ বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে তাঁর এই কর্মকান্ড অবাক করেছে অনেককে। নিজের ব্যক্তি স্বাৰ্থ ত্যাগ করে জাজপুর জেলার ছোটছোট বাচ্চাদের শিক্ষার দায়িত্ব তিনি তাঁর বৃদ্ধ কাঁধে তুলে নিয়েছেন ।
বৃদ্ধের এই কর্মকান্ডে প্রভাবিত হয়ে বারতন্দা গ্রামের পঞ্চায়েত প্রধান সরকারী সাহায্যে তাঁকে একটি প্রাধমিক বিদ্যালয় নির্মাণ করে দেওয়ার প্রস্তাব দেন । কিন্তু বৃদ্ধ এই প্রস্তাবে রাজি হননি । তিনি জানান ওই পুরোনো গাছ তলাতেই ক্লাস নিতে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ।
“আমি ক্ষেতে কাজ করতাম শুরুর দিকে আর দেখতাম আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই অশিক্ষিত এমনকি তাঁরা নিজের নামটা অব্দি সই করতে পারে না। আমি তাদের পড়তে ডাকতাম যাতে তারা নিজের নামটা অন্তত সই করতে পারে।কিন্তু অনেকেই দেখলাম পড়াশোনা করতে চাইছে ।তারা আস্তে আস্তে গীতা অব্দি পড়া শুরু করলো। এখন আমি এমন ছাত্রদের পড়াই যাদের দাদুরা আমার প্রথম ছাত্র ছিলো।’ মৃদু হেসে সংবাদ সংস্থা এএনআই কে ওই বৃদ্ধ জানান।
Odisha: An aged man in Jajpur teaches children under a tree for free.
Bartanda sarpanch says, "He has been teaching from the last 75 yrs. Refuses any support from govt as it's his passion. But we've decided to build a facility where he can teach children in comfort." (26.09.20) pic.twitter.com/kSYOAkFvss
— ANI (@ANI) September 27, 2020
গ্রামের পঞ্চায়েত জানান ” ওই বৃদ্ধ কোনোরকম সরকারি সাহায্য না নিয়েই বিগত ৭৫ বছর ধরে গ্রামের মানুষকে শিক্ষাদান করে যাচ্ছেন । এখন তাঁরা একটি প্রাথমিক স্কুল নির্মাণ করে দেবেন যাতে বৃদ্ধ নির্বিঘ্নে তাঁর এই মহৎ কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন।