
মহানগর বার্তা ওয়েবডেস্ক: দেশজুড়ে প্রাত্যহিক দুই সম্প্রদায়ের কিছু মুরুব্বির টানাপোড়েন চর্চার বিষয় হয়ে উঠছে। এরই মধ্যে সম্প্রীতির নজির গড়লেন পাটনার রিজওয়ানরা। নিজের দোকানেরই কর্মচারী হিন্দু রামদেবের অন্ত্যেষ্টিক্রিয়ার পুরোটাই সম্পন্ন করলেন তাঁরা।
পাটনা শহরে হোসিয়ারী দ্রব্যের দোকান আছে রিজওয়ানের। সেখানেই দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে কর্মচারী হিসাবে কাজ করতেন রামদেব নামে একজন হিন্দু। সম্প্রতি প্রয়াত হয়েছেন রামদেব। তাঁর প্রয়ানের পরে রামদেবের শবদেহ কাঁধে নিয়ে শ্মশানে যেতে দেখা গেলো দোকানের মালিক মহম্মদ রিজওয়ান খানকে। সম্প্রীতির এই নজির গড়ে তুললেও বিষয়টাকে স্বাভাবিকভাবেই দেখছেন রিজওয়ান। ৭৫ বছর বছরের রামদেবের শেষযাত্রায় শুধু রিজওয়ান নন, সামিল হয়েছেন আরো অনেক মুসলিম প্রতিবেশী।

এই প্রসঙ্গে রিজওয়ান জানাচ্ছেন, ‘‘রামদেব আমার বাবার মতোই ছিলেন। যখন আমার দোকানে কাজ খুঁজতে এসেছিলেন, তখন তাঁর বয়স ৫০-এর কাছাকাছি। আমি বলেছিলাম, আপনি ভারী কাজ পারবেন না। রামদেব বলেন, তিনি হিসাবের কাজ দেখতে পারবেন।’’ যদিও শেষদিকে বয়সের ভারে আর কাজ করতে অসুবিধা হচ্ছিলো রামদেবের, রিজওয়ান তাঁকে জানিয়েছিলেন বিশ্রাম নিতে, বেতন তাঁকে নিয়মিত পাঠিয়ে দেবেন এটাও জানান রিজওয়ান। রামদেব হয়ে উঠেছিলেন তাঁর কাছে অভিভাবকের মতোই।
সাম্প্রদায়িক চাপানউতোর নিয়ে রিজওয়ানের সাফ কথা, ‘‘টিভিতে যা দেখানো হচ্ছে, তা ঠিক নয়। কোনও বাচ্চা আঘাত পেলে তাঁর ধর্ম জানতে চাই না। আগে ওষুধ দিই। তেমনই হিন্দুরা আমাদের অনুষ্ঠানে আসেন। আমরা ওঁদের।’’ সম্প্রীতির এই নজির নিয়ে যথেষ্ট চর্চা চলছে সব মহলেই।

