খালি গায়ে দরজায় দাঁড়িয়ে অচেনা ব্যক্তি, পোষ্যের তৎপরতায় রক্ষা পেলেন মহিলা

মহানগরবার্তা ওয়েবডেস্ক:
পোষা কুকুরের তৎপরতায় যৌন নিগ্রহের হাত থেকে রক্ষা পেলেন মালকিন। মুম্বাইয়ের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে একা বাড়িতে এক অচেনা ব্যক্তিকে ঢুকে পড়তে দেখে চেঁচাতে শুরু করে ওই কুকুর, আর তার জেরেই রক্ষা পান মহিলা।
পুলিশ সূত্রের খবর, মুম্বাইয়ের পোয়াই অঞ্চলে একটি ভাড়া বাড়িতে থাকেন ৩৩ বছর বয়সী ওই মহিলা। তিনি বিধবা, তাঁর সঙ্গে থাকে তাঁর ৭ বছরের ছোটো মেয়ে আর পোষা কুকুর। জানা গেছে, গত কয়েক দিন ধরেই সাদার আলম নামের বছর পঁচিশের এক ব্যক্তি ওই মহিলাকে উত্যক্ত করছিল। দাবি, ওই মহিলার সঙ্গে ‘বন্ধুত্ব’ করবে সে। কিন্তু বারবার বন্ধুত্বের প্রস্তাব ফিরিয়ে দেন মহিলা।
গত ২৭ অক্টোবর ধৈর্য্য হারিয়ে মহিলার বাড়িতে ঢুকতে চায় ব্যক্তি। শুধু তাই নয়, সূত্রের খবর, কোনো শার্ট না পড়েই বাড়িতে ঢোকার চেষ্টা করে সে। বলা বাহুল্য, মহিলাকে যৌন হেনস্থার উদ্দেশ্য ছিল তার।
এক পুলিশ অফিসারের কথায়, “যেই ওই ব্যক্তি বাড়ির ভিতরে পা দেয়, কুকুরটা চিৎকার শুরু করে। তখন মহিলা বেরিয়ে এসে দেখেন লোকটা শার্ট না পড়ে দাঁড়িয়ে আছে।” এরপর তিনি চিৎকার করে উঠলে লোকটি পালিয়ে যায়। ওই ব্যক্তির বিরুদ্ধে মহিলা পুলিশের কাছে উত্যক্ত করা এবং না বলে বাড়িতে ঢুকে পড়ার অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁকে আদালতে পেশ করা হয়েছে বলেও জানা গেছে পুলিশ সূত্রে।
ঘটনার কথা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আশেপাশের বাসিন্দাদের মধ্যে। সকলেই বলছেন, বাড়ির পোষা কুকুরটি যদি বিপদ বুঝে চিৎকার না করে উঠত, তাহলে মহিলার সঙ্গে ঘটে যেতে পারত কোনো অপ্রীতিকর ঘটনা। কুকুরটির তৎপরতাতেই রক্ষা পেয়েছেন মহিলা।