
মহানগরবার্তা ওয়েবডেস্ক:দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলছে সিনেমা হল। আনলক ৫-এ বাকি সব কিছুর মতোই এক্ষেত্রেও স্বাভাবিক হচ্ছে জনজীবন। চলতি মাসের ১৫ তারিখ থেকেই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে পারবেন দর্শকরা। নানা বিধি নিষেধ সহ এই নতুন ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আর তারপরেই জানা গেছে, সিনেমা হল খুললে প্রথমেই তাতে পুনর্মুক্তি পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ‘পি এম নরেন্দ্র মোদী’।
১৫ই অক্টোবর থেকে আবারও দেশের নানা প্রান্তে চালু হবে সিনেমা হল। তবে ‘নিউ নর্মাল’ অনুযায়ী থাকবে একাধিক বিধি নিষেধ। গত বছরের ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল প্রধানমন্ত্রীর জীবন কাহিনী নিয়ে তৈরি ছবি ‘পি এম নরেন্দ্র মোদী’। শোনা যাচ্ছে লকডাউনের পর সেই ছবিই আবার রি-রিলিজ করছে এ মাসের ১৫ অক্টোবর। এই ছবিতে নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। প্রসিদ্ধ চলচ্চিত্র সমালোচক এবং মুভি ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শ আজকেই একটা ট্যুইট করেন ছবির পোস্টার সহ। সেখানে তিনি লেখেন ছবির পুর্নমুক্তির কথা।
IN CINEMAS NEXT WEEK… #PMNarendraModi – starring #VivekAnandOberoi in title role – will re-release in *cinemas* next week… OFFICIAL poster announcing the theatrical release… pic.twitter.com/NfGRJoQVFS
— taran adarsh (@taran_adarsh) October 10, 2020
ছবিতে বিবেক ওবেরয় ছাড়াও অভিনয় করেছেন বোমান ইরানি, মনোজ যোশি, প্রশান্ত নারায়ণন, বারখা বিস্ত, জারিনা ওয়াহেব এবং রাজেন্দ্র গুপ্ত। ছবি পরিচালনা করেছেন ওমাঙ্গ কুমার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম জীবন কেমন ছিল, সাধারণ চা-বিক্রেতা থেকে কীভাবে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠলেন, তাঁর কঠিন অধ্যবসায়েরই গল্প বলে ‘পি এম নরেন্দ্র মোদী’।
কিন্তু গত বছর মে মাসেএই ছবি মুক্তির পর ফিল্মজগতে তা প্রত্যাশিত ব্যবসা করতে পারে নি। মাত্র ১৪.৭০ কোটির ব্যবসা করেছিল এই ছবি। আইএমডিবি-র রেটিং-এ দশের মধ্যে ২ ঘন্টা ১৬ মিনিটের এই ছবি পেয়েছে মাত্র ৩.১। দীর্ঘ প্রায় সাত মাস পর প্রেক্ষাগৃহের শুভ সূচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছবি পুনর্মুক্তির মাধ্যমেই। ফের কতটা ব্যবসা করতে পারবে ‘পি এম নরেন্দ্র মোদী’? সেটাই এখন দেখার।