
মহানগরবার্তা ওয়েবডেস্ক: শাসকদলের দুর্নীতির বিরোধিতা হোক কিংবা গরীব মানুষের পাশে দাঁড়ানো, রাজনৈতিক লড়াইয়ের ময়দানে বরাবরই সক্রিয় লকেট চট্টোপাধ্যায়। একসময় বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। কিন্তু সেসব এখন অতীত। রাজ্যে ভারতীয় জনতা পার্টির একজন অন্যতম সক্রিয় সদস্যা হিসেবেই এখন পরিচিত লকেট চট্টোপাধ্যায়।
গতকাল ৪ঠা ডিসেম্বর ছিল লকেট চট্টোপাধ্যায়ের জন্মদিন। এদিন ৪৭ বছর বয়সে পা দিলেন বিজেপি সাংসদ। জন্মদিন উপলক্ষ্যে গতকাল সকাল থেকেই লকেট চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলি ভরে গিয়েছিল শুভেচ্ছা বার্তায়। রাজনৈতিক ব্যক্তিত্বদের, বিশেষত বিজেপি নেতৃত্বের শুভেচ্ছা বার্তা আসছিল একের পর এক। তবে দিনের শেষে পূর্ণ হল ষোলোকলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে শুভেচ্ছা বার্তা সহ চিঠি পেলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
এদিন রাতে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর চিঠির ছবি পোস্ট করেন লকেট। নিজের ফেসবুক পেজ থেকে ছবি পোস্ট করে তিনি প্রধানমন্ত্রী সহ সকল শুভাকাঙ্ক্ষীকেই ধন্যবাদ জানান। লেখেন, “ধন্যবাদ নরেন্দ্র মোদীজিকে। ধন্যবাদ আমাদের সবাইকে যাঁরা আজ আমায় শুভেচ্ছা জানিয়েছেন। আমরা সবাই একসাথে নতুন বাংলা তৈরি করব।”
কী ছিল প্রধানমন্ত্রীর চিঠিতে? আগাগোড়া বাংলায় লেখা চিঠিতে প্রধানমন্ত্রী তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, “জন্মদিন আমাদের পুরোনো স্মৃতি গুলোকে জাগিয়ে তোলে। একই সঙ্গে নব উদ্যমে আমাদের পরিবার, সমাজ এবং দেশের প্রতি দায়িত্ববোধ পালন করতে প্রেরণা জোগায়। দেশের ধারাবাহিক প্রগতিতে আপনার অংশগ্রহণের আশা রাখি। নতুন ভারত গঠনে আমাদের যৌথ প্রয়াস সফল করতে আমরা একসঙ্গে কাজ করব।” এরপর নতুন পরিচ্ছদে লেখা হয়, “আরো একবার আপনার জন্মদিনে জানাই উষ্ণ অভিনন্দন।”
বস্তুত, শুধুমাত্র রাজ্যের বিজেপি নেতৃত্বই নয়, এদিন লকেট চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ভারতীয় জনতা পার্টির নেতা-কর্মীরা। সকলের উদ্দেশ্যেই আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেত্রী।