ড্রাগস চক্রে এবার ফাঁসলেন বড়ো পর্দার নরেন্দ্র মোদী, সোজা বাড়িতে হানা পুলিশের

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ এবার বড় পর্দার নরেন্দ্র মোদীর বাড়িতে হানা দিল পুলিশ। সূত্রের খবর, বলিউডের ড্রাগ কেলেঙ্কারির তদন্তের সূত্রেই অভিনেতা বিবেক ওবেরয়ের বাড়িতে হানা দিয়েছে বেঙ্গালুরু পুলিশ। পুলিশের দাবি অভিনেতার এক আত্মীয় ড্রাগ চক্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন। তাঁকে খুঁজতেই বিবেক ওবেরয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
বড় পর্দায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। নরেন্দ্র মোদীর জীবনকাহিনী নিয়ে গঠিত বায়োপিক ‘পি এম নরেন্দ্র মোদী’র কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তিনি। তাঁরই বাড়িতে বেঙ্গালুরু পুলিশের হানায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছেন অভিনেতা। সেই সঙ্গে প্রতিক্রিয়া দেখা গেছে সোশ্যাল মিডিয়াতেও।
জানা গেছে, এদিন বিবেক ওবেরয়ের মুম্বাইয়ের বাসভবনে হানা দিয়ে তল্লাশি চালায় বেঙ্গালুরু পুলিশ। তাঁর শ্যালক আদিত্য আলভার বিরুদ্ধে রুজু হওয়া মাদক মামলার ব্যাপারেই বৃহস্পতিবার বলিউড অভিনেতার বাড়িতে হানা দেয় তারা। আদিত্য কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জিবারাজ আলভার ছেলে। ‘স্যান্ডালউড ড্রাগস মামলা’য় নাম জড়িয়েছে আদিত্যের। অভিযোগ ,পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন আদিত্য। স্যান্ডালউড নামে পরিচিত কন্নড় চলচ্চিত্র দুনিয়ায় গায়ক, অভিনেতার মাদক সরবরাহের একটি চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হতেই বেপাত্তা তিনি।
বেঙ্গালুরু পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পাটিল জানান তাঁদের কাছে খবর ছিল অভিনেতার বাড়িতে অভিযুক্ত লুকিয়ে আছেন।তিনি বলেন, “আদিত্য আলভা পলাতক। বিবেক ওবেরয় তাঁর আত্মীয়। আমাদের কাছে খবর ছিল, বিবেকের কাছে আছেন আলভা। খবরটা ঠিক কিনা, খতিয়ে দেখতে চেয়েছিলাম।” এই কারণেই আদালতের পরোয়ানা জোগাড় করা হয়। অপরাধ দমন শাখা বিবেকের মুম্বইয়ের বাড়িতে যায়।
প্রসঙ্গত, এই মামলায় কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী, সঞ্জনা গলরানি সহ ১৫ জন এপর্যন্ত গ্রেফতার হয়েছেন। বাকিদের মধ্যে আছেন রেভ পার্টি আয়োজক বীরেন খন্না ও আবাসন নির্মাতা রাহুল থোনসে। গত জুন মাসে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই বলিউডের অভ্যন্তরে বেড়ে ওঠা মাদক চক্রের দিকটি সামনে আসে। তদন্ত শুরু করে এনসিবি। তাঁর মাঝেই আরো এক মাদক চক্রের বিষয় সামনে এল। নাম জড়ালো বড় পর্দার প্রধানমন্ত্রী বিবেক ওবেরয়ের।