মানবিকতার নজির! খালি পায়ে ঠেলাগাড়ি নিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধ, চটি কিনে দিলেন পুলিশকর্মী

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ পুলিশ নামটার সঙ্গেই জড়িয়ে আছে ভয়-ভীতি। পুলিশের কথা শুনলেই গুটিয়ে যাওয়াটাই সাধারণ প্রবণতা। বারংবার পুলিশের বিরুদ্ধে ওঠে মানবাধিকার ভঙ্গের অভিযোগ। এবার পুলিশের মানবিক মুখের সাক্ষী থাকলো দেশ। উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে বারংবার মানবাধিকার ভঙ্গের অভিযোগ উঠলেও সেই উত্তরপ্রদেশেই পুলিশের মানবিক মুখের নিদর্শন সামনে এলো এবার।
খালি পায়ে ঠেলাগাড়ি নিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধ।বৃদ্ধকে দেখে বড্ড কষ্ট হয়েছিল এক পুলিশকর্মীর। বিন্দুমাত্র অপেক্ষা করেননি তিনি। দিনের কাজ শেষে সোজা জুতোর দোকানে গিয়েছিলেন। একজোড়া চটি কিনে আনেন।

https://twitter.com/upcopshivang/status/1542864672772071425?s=20&t=Ev9NfH-hehf6l0mX7ifJng
পর দিন সকালে যখন ওই বৃদ্ধকে ঠেলাগাড়ি নিয়ে আসতে দেখেন কনস্টেবল, তাঁকে দাঁড় করান। তার পর কিনে আনা সেই নতুন চটি বৃদ্ধকে উপহার দেন তিনি। চটি পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বৃদ্ধ। ওই পুলিশকর্মীকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নেন সেখান থেকে। ঘটনাটি উত্তরপ্রদেশের বলে জানা গিয়েছে। কিন্তু ওই পুলিশকর্মী কে, তাঁর পরিচয় পাওয়া যায়নি। ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন উত্তরপ্রদেশেরই এক পুলিশ আধিকারিক শিবাঙ্গ শেখর গোস্বামী। অপরাধীদের ধরার পাশাপাশি পুলিশের এই মানবিক রূপ অনেক ক্ষেত্রেই দেখা যায়। আরও এক বার দেখল গোটা দেশ। পুলিশের মানবিক মুখের এই নজির চর্চিতও হচ্ছে দেশজুড়ে।

