ভারতে অর্ণবের দ্রুত মুক্তি চাই, আন্দোলন আমেরিকার সান ফ্রান্সিসকো’তে

মহানগরবার্তা ওয়েবডেস্ক: জনপ্রিয় সাংবাদিক এবং রিপাবলিক টিভির অন্যতম প্রধান সঞ্চালক অর্ণব গোস্বামীর গ্রেফতারির প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভের রেশ এবার পৌঁছে গেল বিদেশেও। আমেরিকার সান ফ্রান্সিসকো এবং ক্যালিফোর্নিয়ায় এবার অর্ণব গোস্বামীর সমর্থনে প্রতিবাদ মিছিলে সামিল হলেন জনতা। ওই প্রতিবাদ কর্মসূচির ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অর্ণবের সমর্থনে দেশের অভ্যন্তরের প্রতিবাদ আরো জোরদার হয়েছে।
এদিন সকাল থেকেই ট্যুইটারে অর্ণব গোস্বামীর সমর্থনে প্রতিবাদের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রান্সিসকো থেকে ভারতীয় সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেফতারির বিরুদ্ধে সুর চড়িয়েছেন জনগণ। অবিলম্বে তাঁর মুক্তির দাবিও জোরালো হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
Protest against wrongful detention and torture of #ArnabGoswamy in San Francisco USA
Whole World is watching and protesting.
It's crucial time to intervene & take action @rashtrapatibhvn@SupremeCourtIND @rsprasad #ArnabLifeUnderThreat #WeWantArnabBack pic.twitter.com/EIS1JDVoPP— Mahipal Singh Chauhan《SSRF》 (@mahiway_7) November 9, 2020
বিজেপির কিষাণ যুব সমিতি এবং কমিউনিকেশন সেলের প্রাক্তন ন্যাশানাল এক্সিকিউটিভ সদস্য রবি কিষাণ তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে ভাইরাল ভিডিও শেয়ার করে লিখেছেন, “অর্ণব গোস্বামীর মুক্তির দাবিতে আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রতিবাদ চলছে। গোটা দুনিয়া এই প্রতিবাদ দেখছে এবং প্রতিবাদ করছে।” সেই সঙ্গে তিনি নিজেও রিপাবলিক টিভির এডিটরের মুক্তির দাবি জানিয়েছেন।
Protest against in San Francisco USA For Release #ArnabGoswamy
Whole World is watching and protesting.#WeWantArnabBack pic.twitter.com/DJJNyy2hAk— Ravi Tiwari Bihari (@iRaviTiwari) November 9, 2020
অন্য একটি ট্যুইটে লেখা হয়েছে, “অর্ণব গোস্বামীকে অন্যায় গ্রেফতার এবং অত্যাচারের প্রতিবাদে সান ফ্রান্সিসকোতে প্রতিবাদ চলছে। এবার এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।” আরেকটি ট্যুইটে জনৈক মহিলা লিখেছেন, “শুধু মাত্র ভারতেই নয়, গোটা দুনিয়ার মানুষ অর্ণবের সমর্থনে রুখে দাঁড়িয়েছেন। সত্যের জয় হবেই।” এমনই আরো নানা পোস্টে টুইটার ভরিয়েছেন নেট নাগরিকরা। দাবি একটাই, অবিলম্বে অর্ণব গোস্বামীর মুক্তি।
https://twitter.com/rupali0023/status/1325662027176554496?s=19
#WeWantArnabBack#FreeArnabSaveDemocracy#isupportArnab
Silicon Valley rises in the support of Arnab!what a passion,what a jeal,what a love!!
Satyameva Jayate..release Arnab!!@republic@Republic_Bharat@KapilMishra_IND@KailashOnline@ishkarnBHANDARI@sambitswaraj@GeneralBakshi pic.twitter.com/nkuhDMdFoq— Judhajit Senmazumdar (@Judhajit_S) November 9, 2020
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৪ঠা নভেম্বর সকালে রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তাঁর বিরুদ্ধে দুবছর আগে এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এরপর একাধিকবার অর্ণব গোস্বামী জামিনের আবেদন করলেও এখনও মুক্তি পান নি। নেটিজেনদের একাংশের মতে সরকার বিরোধী খবর পরিবেশনের জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রশাসন গ্রেফতার করেছে অর্ণব গোস্বামীকে।