
মহানগর বার্তা ওয়েবডেস্কঃ করোনা প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে সেলিব্রিটিদের অন্দরমহলেও। এবার কোভিড আক্রান্ত হলেন পরিচালক রাজ চক্রবর্তী। সম্প্রতি পরিচালকের স্ত্রী অভিনেত্রী শুভশ্রীর অন্ত:সত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে অভিনেত্রীর সাধভক্ষণ অনুষ্ঠানও মিটেছে।
পরিচালক নিজেই দুপুর ২টো নাগাদ ট্যুইট করে জানান, “আমি কোভিড পজিটিভ। আমার বাবা সম্প্রতি হাসপাতালে ভরতি ছিলেন। কিন্তু দু’বারই তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। বাড়ির অন্যন্য সদস্যরাও প্রত্যেকে কোভিড টেস্ট করিয়েছেন। খুব কঠিন সময় আমাদের।”
অন্যদিকে হবু বাবার করোনা আক্রান্ত হওয়ার খবরে নিসন্দেহে চিন্তার ভাঁজ হবু মায়ের কপালে। তবু এই সময়ে দুশ্চিন্তা না করে শুভশ্রীকে ফুরফুরে থাকার অনুরোধ ফ্যানমহলের।

প্রসঙ্গত খারাপ সময়ের মধ্যেও সন্তানের মুখ চেয়ে আবেগপ্রবণ শুভশ্রী। নতুন সদস্যকে নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করে খুশির খবর শোনালেন হবু মা। ছবির সাথে তিনি এও লেখেন যে,” Someone’s kick can make me feel soo good,I have never imagined”..