প্রতিশোধ নিতে ছাড়বেনা ভারত: চীনের বিরুদ্ধে হুঁশিয়ারি রাজনাথের

মহানগর বার্তা ওয়েবডেস্ক: ভারত-চিন সীমান্ত সম্পর্ক নিয়ে কম সংঘর্ষ হয়নি। ইতিমধ্যেই আজ ১৭ই সেপ্টেম্বর রাজনাথ সিং স্পষ্ট করে জানিয়ে দেন, বেজিং এর কথায় আর কাজে কোনো মিল নেই। এবং এদিন এও বলেন, চিন গত মাসের শেষের দিকে সামরিকভাবে উস্কানি দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর স্থিতিশীলতা পরিবর্তনের চেষ্টা করেছিল।
প্রতিরক্ষামন্ত্রীর গলায় এদিন দীর্ঘ হুঁশিয়ারির সুর শোনা যায়। তিনি কঠোরতার সাথে বলেন, “আমি সংসদকে আশ্বস্ত করতে চাই যে ভারত কোনও কঠোর সিদ্ধান্ত গ্রহণ করার থেকে পিছপা হবে না এবং আমাদের বাহিনী প্রতিশোধ নেওয়ার পক্ষে আরও ভাল অবস্থানে রয়েছে।”
রাজনাথের কথা মত চিন, সীমান্তরেখার কাছে যুদ্ধযন্ত্র ও সেনা মোতায়েন করে রেখেছে। পাশাপাশি পূর্ব লাদাখের পরিস্থিতি নিয়েও এদিন সরব হতে দেখা যায় রাজনাথকে। মন্ত্রী ভারতের অবস্থান নিয়ে বলেন, “কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রায় ৩৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা অবৈধভাবে দখল করে রেখেছে চিন।” তবে ভারত সীমানা ইস্যুটির শান্তিপূর্ণ সমাধান চায়। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয় তবে দেশ অবশ্যই সে পথে হাঁটবে।