জেল থেকে ছাড়া! এবার অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন রিয়া

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ প্রায় এক মাস জেলে থাকতে হয়েছিল তাঁকে। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তাই কি এবার বদলা নেওয়ার পালা রিয়া চক্রবর্তীর? বিশেষ সূত্রের খবরে জানা যাচ্ছে তেমনটাই। শোনা যাচ্ছে, অভিনেতার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন রিয়া চক্রবর্তী।
জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই যেন দ্বৈরথে নামতে দেখা গিয়েছিল অভিনেতার দুই প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং অঙ্কিতা লোখান্ডেকে। একের পর এক মন্তব্য পাল্টা মন্তব্যে উত্তপ্ত হয়েছিল দুই অভিনেত্রীর বাদানুবাদ। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় অঙ্কিতা নয়, বেকায়দায় পড়েছিলেন রিয়া চক্রবর্তীই।
গ্রেপ্তারির আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া জানিয়েছিলেন, বিদেশ যাওয়ার পথে বিমানে উঠে নাকি ভয় পাচ্ছিলেন সুশান্ত এবং জানিয়েছিলেন তাঁর ক্লস্টোফোবিয়া রয়েছে। তার প্রেক্ষিতে অঙ্কিতা আবার সুশান্তের একটি বিমান চালানোর ভিডিও শেয়ার করে রিয়াকে পরোক্ষে জবাব দিয়েছিলেন। সূত্রের খবর, ২৮ দিন পর আইনি জটিলতা থেকে মুক্তি পেয়ে রিয়া চক্রবর্তী এবার পাল্টা আক্রমণের পথে হাঁটতে পারেন। তাঁর বিরুদ্ধে অঙ্কিতা লোখান্ডে যত মন্তব্য করেছিলেন, সেসবের ভিত্তিতেই অভিযোগ জানাতে পারেন রিয়া।
প্রসঙ্গত উল্লেখ্য, অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের প্রায় ছ-বছরের সম্পর্কে ইতি ঘটে ২০১৬ সালে। তারপরই রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রপাত। গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজস্ব ফ্ল্যাট থেকে অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এরপর এই আকস্মিক রহস্য মৃত্যু নিয়ে সরব হয় সোশ্যাল মিডিয়া। সুশান্ত কি আদেও আত্মহত্যা করেছেন? নাকি এর পিছনে জড়িয়ে আছে বড় কোনো রহস্য? প্রশ্ন ওঠে একাধিক। বলিউডের মাদক চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। যদিও রিয়ার বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগ বম্বে হাই কোর্ট নস্যাৎ করে দিয়েছেন বলেই দাবি করেন রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে। জানা গেছে, সুশান্তের মৃত্যুর সঙ্গে খুনের তত্ত্বের কোনো যোগ নেই, তা আত্মহত্যাই।যদিও এ বিষয়ে সিবিআই এখনও তদন্ত চালাচ্ছে। তবে আইনি জটিলতা থেকে এখন অনেকটাই মুক্ত রিয়া চক্রবর্তী।