
নিজস্ব প্রতিবেদন,হুগলি: সিঙ্গুর থেকে উত্থান হয়েছিল মমতা ব্যানার্জির আবার ২০২১ এ সিঙ্গুর থেকেই পতন হবে এবং কৃষকই মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে টেনে নামাবে বলে এদিন দাবি করেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জিl কৃষি বিলের সমর্থনে হুগলির সিঙ্গুরের সানাপাড়া থেকে লকেট চ্যাটার্জি নেতৃত্বে একটি মিছিল শুরু হয় যে মিছিল টাটা প্রকল্প এলাকায় গেলে কৃষকরা কান্নায় ভেঙ্গে পড়েl
সেসব কৃষকদের সাথে কথা বলা হলে জানা যায়, তাদের দাবি যে কারণে তারা জমি দিয়েছিল তা কিছুই হয়নি খুব কষ্টের মধ্যে তাদের দিন কাটছে।তারা চায় এই জমিতে শিল্প হোকl পরে সাংসদ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বিল এনেছে তার ফলে কৃষকদের ভালো হবে এবং ফড়েরাজ বন্ধ হবেl পাশাপাশি কৃষকদের দাবি তৃণমূলে সরকার কিছুই করেনি, যে অবস্থায় জমি রয়েছে তাতে আর কোনভাবেই চাষ সম্ভব নয়l তারা চাই এই জমিতে শিল্প হোকl