রামের মতন মানবিক ছিলেন রাবণও, বিতর্কিত মন্তব্য করে বয়কটের মুখে সইফ আলি খান

মহানগরবার্তা ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তি নিজের মতামত জনসমক্ষে প্রকাশ করতে পারেন। করতে পারে প্রতিবাদ। ডিজিটাল যুগে তাই সাবধানে মুখ খুলতে হয় তারকাদের। একটি বেফাঁস মন্তব্যই দাঁড়ি টেনে দিতে পারে কেরিয়ারে। সেটাই আরো একবার টের পেলেন সইফ আলি খান।
২০২২ সালে মুক্তি পেতে চলেছে ওম রাউতের পরিচালিত নতুন ছবি ‘আদিপুরুষ’। এই ছবিটি রামায়ণের আদলে তৈরি করা হচ্ছে বলে জানা গেছে সূত্রের খবরে। আর এখানেই লঙ্কার রাজা রাবণের ভুমিকায় অভিনয় করছেন শর্মিলা পুত্র সইফ আলি খান। নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি।
ছবিটিতে মূল চরিত্র ভগবান রামের ভুমিকায় দেখা যাবে দক্ষিণি তারকা ‘বাহুবলী’ খ্যাত প্রভাসকে। মূলত অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়কেই ফুটিয়ে তোলা হবে ওম রাউতের নতুন ছবি ‘আদিপুরুষ’-এ। কিন্তু এদিন এই ছবিতে নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে সইফ আলি খান বলেন, “ছবিতে পরিচালক রাক্ষসরাজ রাবণকেও মানবিক হিসেবে দেখানোর চেষ্টা করেছেন।” শুধু তাই নয়, তিনি আরো বলেন, “রাবণের সীতা অপহরণেরও অজুহাত খাড়া করা হয়েছে এই ছবিতে।” এখানেই শুরু হয়েছে বিতর্ক।
https://twitter.com/Saffron_Girll/status/1335141839960096769?s=19
#WakeUpOmraut KICK OUT #SaifAliKhan From #Adipurush 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Cast #Yash as Ravana
Cast @RaashiKhanna as Sita #Prabhas @omraut @RETROPHILES1 @TSeries @vfxwaala @rajeshnair06 pic.twitter.com/yiCFVMb48t— Prabhas (@creator_prabhas) December 5, 2020
এদিন ‘মুম্বাই মিরর’কে দেওয়া একটি সাক্ষাৎকারে সইফ আলি খান বলেন, “রাক্ষসের রাজার ভুমিকায় অভিনয় করাটা মজাদার। কিন্তু এখানে আমরা ওঁকে মানবিক হিসেবে দেখিয়েছি। সীতাকে অপহরণ করে রামের সঙ্গে তাঁর যুদ্ধকে তাঁর বোন সূর্পনখার সঙ্গে লক্ষ্মণের আচরণের প্রতিশোধ হিসেবেই দেখিয়েছি আমরা।”
https://twitter.com/Gooner_sagar/status/1335150030051704832?s=19
দীর্ঘদিন পর ‘আদিপুরুষ’ সিনেমায় প্রিয় অভিনেতাকে দেখতে পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন সইফ আলি খানের ভক্তকূল। কিন্তু রামায়ণ সম্বন্ধে তাঁর এই মন্তব্য মোটেই ভালো চোখে দেখেননি তাঁরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় সইফ আলি খানকে বয়কটের ডাকও দিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি সইফ আলি খানের পরিবর্তে লঙ্কেশের ভুমিকায় আনতে হবে অন্য কাউকে।