
মহানগর বার্তা ওয়েবডেস্ক: গত রবিবার বাঁকুড়ার প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলনে বক্তব্য রাখতে যান নির্মল মাঝি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে এদিন আবেগতাড়িত হয়ে পড়েন নির্মল।এদিন সভায় মমতা ব্যানার্জির সাথে মা সারদার তুলনা করেন রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান নির্মল মাঝি।
ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলনে নির্মল বলেন, “সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে তিনি তাঁর সতীর্থ বন্ধু মহারাজদের কাছে বলেছিলেন আমি তো কালীঘাট মন্দির দিয়ে যাই। আমি ওখানেই আসব। হরিশ চ্যাটার্জী স্ট্রিটে দিদি যেখানে থাকেন সেই রাস্তা ধরে যেতেন সারদা মা। এমনকী এটাও বলেছিলেন তাঁর মৃত্যুর পরে তিনি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেবেন। তিনি বলে আমি মানুষ হিসাবে আবার জন্ম নেব। ত্যাগের রাস্তায় জীবন কাটাব। সমাজসেবার জন্য নিজের জীবন উৎসর্গ কর।”

গত ২৬ শে জুন নির্মল মাঝির এই বক্তব্যের পরই শুরু হয় রাজনৈতিক চর্চা। নেটমহল থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বতের মধ্যেও এই নিয়ে জোরদার আলোচনা শুরু হয় এই বক্তব্য প্রকাশে আসতেই। এখানেই শেষ নয় নির্মল মাঝি আরো বলেন, “সংখ্যাতত্ত্বের হিসাব সারদা মায়ের মৃত্যু ও মমতার জন্মের সময়কাল সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। মমতাই মা সারদা, তিনিই ফোলেন্স নাইট্যাঙ্গেল, তিনিই সিস্টার নিবেদিতা, তিনিই দুর্গা। অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে যাঁর জন্ম হয় তিনিই যুগেযুগে তিনিই কিন্তু নবরূপে উন্মোচিত হন যুগে-যুগে, দেশে-দেশে, কালে-কালে।”

