রিপাবলিক টিভি বন্ধের ডাক শিবসেনার, আক্রমনের মুখে অর্ণব গোস্বামী

মহানগর বার্তা ওয়েবডেস্ক: গত ১০ই সেপ্টেম্বর শিবসেনার হুমকির মুখোমুখি হন সাংবাদিক ও মিডিয়া নেটওয়ার্ক। এদিন শিবসেনা মহারাষ্ট্রের রিপাবলিক টিভির নিষিদ্ধ করার ঘোষণা করেন। আসন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েই এমন সিদ্ধান্ত, জানালেন শিবসেনা।
গত বৃহস্পতিবার, শিবসেনা একটি চিঠির মাধ্যমে টিভি অপারেটরদের বলেন যে রিপাবলিক মিডিয়া কে নিষিদ্ধ করতে। নিষিদ্ধ করতে হবে অর্ণব গোস্বামী নিয়ন্ত্রাধীন মিডিয়াকে, কেবল অপারেটরদের মূলত হুমকির সুরই শোনালেন শিবসেনা।
#CantBlockRepublic | Open threat to cable operators across Maharashtra to ban Republic Media Network or 'face consequences'. Join the call to defend the right to report, sign the petition, Tweet us your videos and watch them on-air on Republic https://t.co/Y9zlarecVl
— Republic (@republic) September 11, 2020
প্রসঙ্গত, সুশান্ত সিং হত্যা মামলায় নিরলসভাবে রিপাবলিক টিভির যে সম্প্রচার। এবং সাম্প্রতিক বিতর্কিত ঘটনায় বিএমসির বিরুদ্ধে কঙ্গনার বক্তব্যকেও বারংবার সামনে আনছে এই মিডিয়া। এছাড়া এই মিডিয়ায় উদ্ধব ঠাকরে এবং স্বরাস্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও অসম্মানজনক ভাষা ব্যবহার করা হয়েছে। শিবসেনার অভিযোগ, এভাবেই একটি আদালত বসানো হয়েছে অর্ণব গোস্বামীর নিউজরুমে।