“হিরো অফ দ্য ইয়ার”, গরিবের সেবা করে বছরের সেরা নায়কের খেতাব পেলেন সোনু সুদ

মহানগরবার্তা ওয়েবডেস্ক: করোনা কালে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে গোটা দেশের আশীর্বাদ পেয়েছেন সোনু সুদ। বলিউড অভিনেতার চেয়েও একজন প্রকৃত মানবদরদী হিসেবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। পরোপকারের নজিরে ইতিমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু তাঁর পরহিতব্রতে বিরাম আসে নি। বরং দিন দিন তাঁর সাহায্যের হাত যেন বড়ো হয়ে চলেছে আরও।
প্রায় প্রতিদিনই গোটা দেশের অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের সমস্যার কথা জানান সোনু সুদকে। সাহায্যের আবেদন করেন। পারতপক্ষে কাউকেই ফেরান না তিনি। সোনু সুদের এই মহান কাজের জন্য এবার আরো এক সম্মান এল তাঁর ঝুলিতে।
ইয়াহু ইন্ডিয়ার তরফ থেকে “হিরো অফ দ্য ইয়ার ২০২০” নামক সম্মানে ভূষিত করা হয়েছে সোনু সুদকে। তাঁর অবিরাম স্বার্থহীন পরোপকারের জন্য এই সম্মান পেয়েছেন তিনি। এর আগেও নিরলস ভাবে মানুষের কাজ করে যাওয়ার জন্য বেশ কিছু সম্মান লাভ করেছেন সোনু সুদ। ইয়াহু ইন্ডিয়ার এই সম্মান সেই মুকুটেই যোগ করল নতুন পালক।
এদিন সোনু সুদ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর এই নতুন সম্মানের কথা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি শেয়ার করেছেন ইয়াহু ইন্ডিয়ার খেতাব বিষয়ক একটি প্রতিবেদনের লিঙ্ক। সেই সঙ্গে ইয়াহুকে ধন্যবাদও জানিয়েছেন বলিউড অভিনেতা।
Yahooooooo🙏 https://t.co/RsZOROBluY
— sonu sood (@SonuSood) December 4, 2020
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ভারত জুড়ে যখন লকডাউন শুরু হয়েছিল, তখন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছিলেন সোনু সুদ। সেই থেকে যে মানবসেবার সূচনা তিনি করেছেন আজও তাতে ছেদ পড়েনি। কিছুদিন আগে পাঞ্জাবের রাজ্য আইকন হিসেবেও ঘোষণা করা হয়েছিল তাঁকে। এমনকি তিনি পেয়েছেন রাষ্ট্রসংঘের তরফ থেকে আন্তর্জাতিক সম্মানও। কিন্তু কোনো কিছুতেই গুটিয়ে যায় নি দেশের গরিব মানুষের দিক থেকে তাঁর সাহায্যের হাত। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু সাহায্যের ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। জয় করছেন হাজারো মানুষের মন।