অভাবী ছাত্রদের ডাক্তারি পড়াবেন সোনু সুদ, আনলেন নতুন স্কলারশিপ প্রোগ্রাম

মহানগরবার্তা ওয়েবডেস্ক: করোনা কালে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে গোটা দেশের আশীর্বাদ পেয়েছেন সোনু সুদ। বলিউড অভিনেতার চেয়েও একজন প্রকৃত মানবদরদী হিসেবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। পরোপকারের নজিরে ইতিমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু তাঁর পরহিতব্রতে বিরাম আসে নি। বরং দিন দিন তাঁর সাহায্যের হাত যেন বড়ো হয়ে চলেছে আরও।
এবার দেশের প্রত্যেক শিশু, যারা বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, তাঁদের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করলেন সোনু সুদ। ব্যক্তিগত উদ্যোগে তিনি চালু করলেন নতুন স্কলারশিপ প্রোগ্রাম। জানা গেছে, যে সমস্ত মেধাবী ছাত্র ছাত্রী ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু টাকার অভাবে তা সম্ভব হয়ে ওঠে না, তাঁদের জন্য চালু করা হয়েছে সোনু সুদের নতুন স্কলারশিপ প্রোগ্রাম। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই নতুন উদ্যোগের কথা।
শনিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই নতুন প্রোগ্রামের কথা ঘোষণা করেন সোনু সুদ। তিনি লেখেন, “প্রত্যেক শিশু যে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, আমি চাই সে ডাক্তার হোক। আমি আজ SONUISM. ORG-র সূচনা করছি। এটা আমার নতুন স্কলারশিপ প্রোগ্রাম যা ISM EDUTECH-এর সঙ্গে যৌথভাবে আমি গড়ে তুলেছি। অভাবী ছাত্র ছাত্রী যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তাদের সাহায্য করার জন্যই এই প্রোগ্রাম। আসুন আমরা একটা সুস্থ দেশ গড়ে তুলি।”
I want every child who dreams to become a doctor to be a doctor. Iam here to announce the launch of https://t.co/ijxRMbqSRm!
It’s my scholarship program in association with ISM EDUTECH to help needy students fulfill the dreams of becoming a DOCTOR, let’s make a healthy nation. pic.twitter.com/JkDU7Oek4o— sonu sood (@SonuSood) November 28, 2020
বস্তুত, আইএসএম এডুটেক প্রাইভেট লিমিটেড হল একটি শিক্ষা বিষয়ক পরামর্শ দানের প্রতিষ্ঠান যা হরিয়ানার গুরগাঁওতে অবস্থিত। এই সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সোনু সুদ তাঁর স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছেন। তাঁর এই স্কলারশিপের মাধ্যমে বিদেশী প্রতিষ্ঠানেও ডাক্তারি পড়ার সুযোগ রয়েছে। সোনু সুদের এই অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ভারত জুড়ে যখন লকডাউন শুরু হয়েছিল, তখন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছিলেন সোনু সুদ। সেই থেকে যে মানবসেবার সূচনা তিনি করেছেন আজও তাতে ছেদ পড়েনি। কিছুদিন আগে পাঞ্জাবের রাজ্য আইকন হিসেবেও ঘোষণা করা হয়েছিল তাঁকে।