‘গ্রাম হয়ে উঠবে শহর’, এবার গ্রামে গ্রামে ব্যাপক উন্নয়নের ডাক দিলেন সোনু সুদ

মহানগরবার্তা ওয়েবডেস্ক: করোনা কালে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে গোটা দেশের আশীর্বাদ পেয়েছেন সোনু সুদ। বলিউড অভিনেতার চেয়েও একজন প্রকৃত মানবদরদী হিসেবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। পরোপকারের নজিরে ইতিমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু তাঁর পরহিতব্রতে বিরাম আসে নি। বরং দিন দিন তাঁর সাহায্যের হাত যেন বড়ো হয়ে চলেছে আরও।
গতকালই দেশের রোজগরাহীন বেকারদের স্বনির্ভর করতে ই-রিকশা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সোনু সুদ। এবার সমস্ত গ্রাম গুলিতে উন্নয়নের মাধ্যমে শহর করে তোলার ডাক দিলেন তিনি। জানা গেছে, এ ব্যাপারে সোনু সুদের সঙ্গে হাত মিলিয়েছে গ্রামীন ব্যবসায়িক সংস্থা স্পাইস মানি (spice money)।
স্পাইস মানি এবং সোনু সুদের যৌথ উদ্যোগে ভারতের গ্রামে গ্রামে ১ কোটি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। এদিন নতুন এই পরিকল্পনার কথা সোশ্যাল মিডিয়ায় প্রচারও করেছেন সোনু সুদ। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও প্রকাশ করে তিনি লিখেছেন, “সময় বদলাতে চলেছে, এবার গ্রাম শহর হতে চলেছে।”
समय बदलने वाला है।
अब हर गाँव शहर बनने वाला है। #hargaonbanegashehar #1CroreDigitalEntrepreneurs @SpiceMoneyIndia pic.twitter.com/uv8iVW9iXO— sonu sood (@SonuSood) December 14, 2020
২৮ সেকেন্ডের ওই ভিডিওতে যে বার্তা দেওয়া হয়েছে তা হল, “গ্রাম ছোটো হতে পারে, কিন্তু স্বপ্ন গুলো বড়ো। আমরাও দুনিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াব। এসে গেছে নিজের মালিক হওয়ার পালা। প্রস্তুত হও, এবার প্রতিটা গ্রামেই হবে ব্যবসা। সময় বদলাতে চলেছে, এবার প্রতিটা গ্রাম শহর হতে চলেছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ভারত জুড়ে যখন লকডাউন শুরু হয়েছিল, তখন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছিলেন সোনু সুদ। সেই থেকে যে মানবসেবার সূচনা তিনি করেছেন আজও তাতে ছেদ পড়েনি। গতকাল তিনি ঘোষণা করেছেন তাঁর “খুদ কামাও,ঘর চালাও” উদ্যোগের কথা, এর মাধ্যমে বেকারদের ই-রিকশা দিয়ে আত্মনির্ভর করে তুলতে চেয়েছেন তিনি। এবার গ্রামে গ্রামে ব্যাপক উন্নয়নের ডাক দিলেন সোনু সুদ।