সোনু সুদের নামে দোকান খুলেছিল ভক্ত, সেখানে থেকে খাবার খেয়ে এলেন অভিনেতা

মহানগরবার্তা ওয়েবডেস্ক: করোনা কালে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে গোটা দেশের আশীর্বাদ পেয়েছেন সোনু সুদ। বলিউড অভিনেতার চেয়েও একজন প্রকৃত মানবদরদী হিসেবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। পরোপকারের নজিরে ইতিমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু তাঁর পরহিতব্রতে বিরাম আসে নি। বরং দিন দিন তাঁর সাহায্যের হাত বড়ো হয়েছে আরো।
সোনু সুদের মানবসেবার ব্রতকে সম্মান জানাতে তাঁর নামে রাস্তার ধারের একটি খাবারের দোকান খুলেছিলেন এক ভক্ত। কিন্তু এর ফলে তাঁর জন্য কি চমক অপেক্ষা করছে, তা ভাবতেও পারেন নি তিনি। তাই স্বপ্নের হিরো সোনু সুদকে স্বয়ং নিজের ছোট্ট দোকানের সামনে দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারেন নি ওই ভক্ত।
জানা গেছে সোনু সুদের ওই জনৈক ভক্তের নাম অনিল। তিনি হায়দ্রাবাদের বাসিন্দা। হায়দ্রাবাদের রাস্তার ধারে একটি ছোট্ট খাবারের স্টল খুলেছিলেন তিনি। সোনু সুদের মানব সেবার দৃষ্টান্তে গভীর ভাবে অনুপ্রাণিত হয়ে অভিনেতার নামেই নিজের দোকানের নাম রেখেছিলেন অনিল। অনিলের ওই দোকানের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন সোনু সুদ। ভক্তের কীর্তিতে আপ্লুত হয়ে তিনি তাঁকে চমকে দেওয়ার পরিকল্পনা করেন। ঘটনাচক্রে সে সময় হায়দ্রাবাদেই শ্যুটিং করছিলেন অভিনেতা। ফলে আচমকাই গিয়ে হাজির হন ওই ভক্তের দোকানে।
https://twitter.com/FcSonuSood/status/1342594948772757504?s=19
শুধু দোকানে গিয়ে ভক্তকে দেখাই দেন নি সোনু সুদ, নিজের নামের ওই দোকান থেকে খাবারও খেয়েছেন তিনি। সর্বভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানিয়েছেন, “আমি সোশ্যাল মিডিয়ায় অনিলের দোকানের কথা জানতে পারি। নিজে গিয়ে ওই দোকান থেকে খাবার চেখে দেখতে ইচ্ছে করে আমার। আজ আমি এখানে আসার সুযোগ পেয়েছি। এখানে আমি এগ ফ্রায়েড রাইস আর মাঞ্চুরিয়ান খেয়েছি।”
প্রিয় অভিনেতার আগমনে উচ্ছ্বসিত অনিল জানিয়েছেন, “সোনু সুদ সমাজের জন্য যে সমস্ত কাজ করে চলেছেন তা দেখে আমি সত্যিই আপ্লুত হয়েছিলাম। সে কারণেই আমি ‘সোনু সুদ ফাস্টফুড স্টল’ চালু করি।”
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ভারত জুড়ে যখন লকডাউন শুরু হয়েছিল, তখন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছিলেন সোনু সুদ। সেই থেকে যে মানবসেবার সূচনা তিনি করেছেন আজও তাতে ছেদ পড়েনি। বর্তমানে তিনি তাঁর আগামী তেলেগু ছবির জন্য শ্যুটিং করছেন।